রবিবার, ১১ মার্চ, ২০১৮, ০২:০১:৩৭

অবিশ্বাস্য জয়ের পর মুশফিক বন্দনায় তারকারা

অবিশ্বাস্য জয়ের পর মুশফিক বন্দনায় তারকারা

বিনোদন ডেস্ক : অবিশ্বাস্য, অভাবনীয়, অবিস্মরণীয়। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পেলো বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে জিতেছে টাইগাররা।

মুশফিকুর রহিমের ৩৫ বলে ৭২ রানের অবিশ্বাস্য এই ইনিংসে ঘরের মাঠের শ্রীলঙ্কাকে ২ বল আর ৫ উইকেট হাতে রেখে হারিয়েছে বাংলাদেশ।

এ নিয়ে শোবিজ অঙ্গনের তারকারাও বেশ উচ্ছসিত….

আরেফিন শুভ বলেন, এ বিজয় যতটা না আনন্দের তার চেয়ে বেশি স্বস্তির! এখান থেকেই শুরু হউক নতুন স্বপ্নযাত্রা। লাভ ইউ মুশফিক।

জয়ের পর পরই শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেইজে বাংলা দেশের পতাকার ছবি দিয়ে বিজয়ের চিহ্ন দিয়ে টাইদারদের অভিনন্দন জানিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকী স্ট্যাটাস দিয়েছেন, Yesss! That’s the spirit, Mushfique!

Now relax, chill, and get ready for the next one. Don’t let this go to your head

মাহিয়া মাহীও বেশ উচ্ছসিত। তিনি বলেন, বুকটা এখনো ধরপর করছে। এ জয় আমাদের মনোবল শক্ত করলো। এটা এই মুহুর্তে খুব দরকার ছিল। লাভ ইউ মুশফিক।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে