বিনোদন ডেস্ক : সুপারস্টার বলে কথা। ব্যস্ততা কোনওভাবেই পিছু ছাড়ে না তার। সম্প্রতি যোগ দিয়েছেন রাজনীতিতে। স্টারডম, ব্যস্ততা নিয়ে একঘেয়েমি জীবন কি আর সব সময় ভালো লাগে? লাগে না। আর তাই রাজনীতি, অভিনয় থেকে দূরে হিমালয়ে শান্তিতে কিছুটা সময় কাটাতে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
১০ মার্চই হিমালয় সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেতা। প্রথমে তিনি যাবেন হিমাচল প্রদেশের ধর্মশালায়, তারপর সেখান থেকে উত্তরাখণ্ডের ঋষিকেশের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে কোনও এক ধ্যান ও যোগা কেন্দ্রে যোগ দেবেন অভিনেতা।
টানা এক সপ্তাহ তিনি হিমালয়ের কোলে তার নিজের ও এক বন্ধুর উদ্যোগে তৈরি আশ্রমেই থাকবেন বলে জানা গিয়েছে। যে আশ্রমটি তৈরি হয়েছিল যোগদা সৎসঙ্গ সোসাইটি অফ ইন্ডিয়ার ১০০ বছর পূর্তি উপলক্ষে। যদিও গত বছর ব্যস্ততার কারণেই আশ্রমের উদ্বোধনে যোগ দিতে পারেননি রজনীকান্ত।
তবে এবছর তিনি সেখানে যাচ্ছেন। এদিকে, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রজনীকান্ত ও অক্ষয়কুমার অভিনীত ছবি ২.০। সিনেমাপ্রেমীদের চোখ আপাতত সেদিকেই।
এমটিনিউজ/এসবি