রবিবার, ১১ মার্চ, ২০১৮, ১১:৪৩:৫০

৩০ বছর পর

 ৩০ বছর পর

বিনোদন ডেস্ক : সালমান খানের প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে। ছবিতে রেখার দেবর সালমান। গত ৩০ বছরে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে বিভিন্ন অনুষ্ঠানে দুজনের দেখা হয়েছে, পারিবারিকভাবে যোগাযোগ আছে, সালমানের শো ‘বিগ বস’-এও এসেছিলেন রেখা।

৩০ বছর পর আবার বড় পর্দায় তাঁদের একসঙ্গে দেখা যাবে। পাঁচ বছর আগে মুক্তি পাওয়া দেওল পরিবারের ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’র সিক্যুয়াল ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফিরসে’র একটি গানে নাচতে দেখা যাবে রেখা-সালমানকে। ধর্মেন্দ্র-রেখা জুটির ‘কাহানি কিসমত কি’র [১৯৭৩] ‘রাফতা রাফতা দেখো’ গানটি নতুন করে চিত্রায়ণ করা হবে এখানে।

সালমান-রেখা ছাড়াও গানে পারফরম করবেন বাপ-বেটি শত্রুঘ্ন সিনহা ও সোনাক্ষী সিনহা। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফিরসে’র মূল চরিত্রে আছেন ধর্মেন্দ্র, সানি দেওল, ববি দেওল ও কৃতি খরবান্দা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে