রবিবার, ১১ মার্চ, ২০১৮, ০৮:৪২:০৫

যে কারণে একতা কাপুরের ওপর ক্ষেপলেন সালমান খান

যে কারণে একতা কাপুরের ওপর ক্ষেপলেন সালমান খান

বিনোদন ডেস্ক : কয়েকটি শব্দ নিয়েই যত সমস্যা। এতদিন এই শব্দটির স্বত্ব ছিল একজনের, এখন সেটি ব্যবহার করে ফেললেন আর একজন। সুতরাং ঝামেলা তো হবেই। আর এই ঝামেলাটা হলো, 'ডেইলি সোপ কুইন' একতা কাপুরের ওপর ক্ষেপলেন 'ভাইজান' সালমান খান।

এবার জেনে নিই বিস্তারিত। একতা কাপুর সম্প্রতি একটি ছবির ঘোষণা দিয়েছেন, যেটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। নাম 'মেন্টাল হ্যায় কেয়া'। এতে অভিনয় করবেন 'কুইন' খ্যাত কঙ্গনা রানাউত আর রাজকুমার রাও। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুক-ও প্রকাশ করা হয়েছে। আর এতেই শুরু হয়েছে 'ঝামেলা'।

কারণ, এই 'মেন্টাল' শব্দটিকে নিজেদের বলে দাবি করছেন বলিউড সুপারস্টার সালমান খান ও তার ভাই প্রযোজক-পরিচালক সোহেল খান। এ-প্রসঙ্গে গণমাধ্যম ডেকন ক্রনিকল তাদের দাবি উল্লেখ করে বলেন, ২০১৪ সালে 'জয় হো' নামে যে ছবিটি করেছিলেন সালমান সোহেলের পরিচালনায়, ওই ছবিটির নাম দেওয়ার কথা ছিল 'মেন্টাল'। যাই হোক, সেটা হয়নি।

এরপর আবার 'টিউবলাইট' করেন সালমান, কবির খানের পরিচালনায়- এই ছবিটিরও নাম 'মেন্টাল' দেওয়ার কথা ছিল, এমনই মন্তব্য করেছিলেন পরিচালক। আসলে 'মেন্টাল' নামটি অনেক আগে থেকেই পছন্দ করে রেখেছিলেন সালমান খান, কেননা এমন একটি নাম তার 'ক্ষ্যাপা' ইমেজের সাথে যায় বলেই তার সব সময় মনে হয়েছে।

আর শেষ কথা হলো, এই মেন্টাল নামটি অনেক দিন ধরেই ধারণ করছেন সালমান। আর তাই হঠাৎ এই শব্দটি তার কাছ থেকে কেড়ে নেওয়া মোটেও ভালো চোখে দেখছেন না ভাইজান।

ডেকন ক্রনিকলকে ওই সূত্রটি আরো জানায়, বিষয়টি জানা সত্ত্বেও একতা সালমান বা সোহেলের কাছে যাননি নামটি ব্যবহার করতে পারবেন কি-না এ নিয়ে আলোচনা করতে। তার আগেই নামটি ব্যবহার করে ফেলেছেন একতা। তবে তিনি যদি নামটি ওঁদের কাছে চাইতেন, তবে ওঁরা মেন্টাল নামটি দিয়ে দিতেন বলেও উল্লখে করে সূত্রটি।

এ-প্রসঙ্গে সোহেল খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা একতাকে 'মেন্টাল' টাইটেলটি দিইনি। এমনকি তিনি এ ব্যাপারে আমাদের কাছে কিছু জানতেও চাননি।

উল্লেখ্য, 'মেন্টাল হ্যায় কেয়া' পরিচালনা করছেন প্রখ্যাত টালিউড পরিচালক রাঘবেন্দ্র রাও-এর ছেলে প্রকাশ কভেলামুদি আর ছবিটির চিত্রনাট্য লিখছেন কণিকা ধীলন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে