সোমবার, ১২ মার্চ, ২০১৮, ০৪:৪৮:২৬

হৃদরোগে আক্রান্ত ওমর সানীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে

হৃদরোগে আক্রান্ত ওমর সানীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে

বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত ওমর সানীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে। চলতি সপ্তাহেই সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসাপতালে যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তার ছেলে ফারদিন এহসান।

হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গত ৬ মার্চ তার হৃৎপিণ্ডে একটি রিং পরানো হয়েছে। তবে এখন তিনি পুরোপুরি শঙ্কামুক্ত বলে জানিয়েছে তার পরিবার।

এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এ্যাপোলো হাসপাতালে যান ওমর সানী। স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক জানান তার হৃৎপিণ্ডে তিনটি ব্লক আছে। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে তিনি প্রফেসর শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ছিলেন। ওমর সানীর হৃৎপিণ্ডে আরও দুটি রিং লাগাতে হতে পারে। তবে সেটি দুই কিংবা তিন মাস পর করলেও হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে