মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮, ০৩:১৪:৩৭

গুরুতর অসুস্থ হয়ে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

গুরুতর অসুস্থ হয়ে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক : চিত্রপরিচালক কাজী হায়াৎ-এর শারীরিক অবস্থা ভালো নেই। বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে নিউ ইয়র্কের হাসপাতালে ভর্তি কাজী হায়াৎ। কাজী হায়াৎ-এর সঙ্গে রয়েছেন তার পুত্র কাজী মারুফ। তিনি এমনটাই জানিয়েছেন।

কাজী মারুফ বলেন, বাবার হৃদপিণ্ডের ধমনিতে অস্ত্রোপচার করা হয়েছে। তার এনজিওপ্লাস্টিও সফলভাবে সম্পন্ন হয়েছে। সবাই আমার বাবার সুস্থতা কামনায় দোয়া করবেন, তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে আবারও সকলের মাঝে ফিরতে পারেন।

জানা গেছে, গেল ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান কাজী হায়াৎ। পরিচালক কাজী হায়াৎ দীর্ঘ কয়েক বছর ধরেই হার্ট ও বিভিন্ন অসুখে ভুগছিলেন। ২০০৪ সালে হার্টে দুটি রিং বসানো হয়েছিল। এরপর ২০০৫ সালে তার ওপেন হার্ট সার্জারি করা হয়।

গেল জানুয়ারিতে আবার হার্টে সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য আবেদন করেন। তারপর প্রধানমন্ত্রীর নিকট থেকে ১০ লাখ টাকা অনুদান পান কাজী হায়াৎ।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে