সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ০৯:৫৩:১৯

নারী ভক্তের দেয়া উপহারে বিস্মিত সঞ্জয় দত্ত! কী ছিলো সেই উপহারটি?

নারী ভক্তের দেয়া উপহারে বিস্মিত সঞ্জয় দত্ত! কী ছিলো সেই উপহারটি?

বিনোদন ডেস্ক : এক শ’র বেশি সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা সঞ্জয় দত্ত। সঙ্গত কারণেই ভারতজুড়ে তার রয়েছে অসংখ্য ভক্ত যাদের মধ্যেই একটি বড় অংশই নারী। ভক্তরা অনেক সময় প্রিয় তারকাকে উপহার স্বরূপ অনেক কিছু পাঠিয়ে থাকেন।

কিন্তু সম্প্রতি এক নারী ভক্তের দেয়া উপহার বিস্মিত করেছে সঞ্জয় দত্তকে। সঞ্জয় দত্ত শেষ পর্যন্ত উপহারটি গ্রহণ করেননি। নারী ভক্তের দেয়া উপহারে বিস্মিত সঞ্জয় দত্ত! কে এই ভক্ত ? কী ছিলো সেই উপহারটি?

নিশি হরিশচন্দ্র ত্রিপাঠি বাস করতেন মুম্বাইতেই। গত জানুয়ারিতে তিনি মারা যান। তার মৃত্যুর পর একটি ব্যাংক থেকে ফোন পান সঞ্জয় দত্ত। সেখানে তাকে জানানো হয় যে নিশি হরিশচন্দ্র ত্রিপাঠি তার অর্থ ও সম্পদের প্রাপক হিসেবে তাকে অর্থাৎ সঞ্জয় দত্তকে মনোনীত করে গেছেন। সঞ্জয় দত্ত ব্যাংক’কে জানান যে ভক্তের এ ধরণের আচরণে তিনি আপ্লুত কিন্তু তার অর্থ সম্পদের ওপর থেকে তার অধিকার তিনি তুলে নিচ্ছেন।

তার আইনজীবী সুভাষ যাদব  বলেন মিজ ত্রিপাঠি তার সেভিংস অ্যাকাউন্ট ও লকারের নমিনি তাকে করেছেন ব্যাংকের কাছ থেকে এ খবর পেয়ে সঞ্জয় দত্ত রীতিমত বিস্মিত হয়েছেন।

তবে সেখানে কী পরিমাণ অর্থ সম্পদ ছিলো তা নিশ্চিত হওয়া যায়নি। সঞ্জয় দত্ত বলেছেন, যেহেতু ওই ভক্তকে তিনি ব্যক্তিগতভাবে চিনেন না এবং দুজনের কখনো দেখাও হয়নি তাই তার সম্পদের ওপর থেকে অধিকার তিনি তুলে নিয়েছেন।

বরং ত্রিপাঠির পরিবারকে আইনগত প্রক্রিয়া শেষ করে কিভাবে অর্থ ও লকারে থাকা মূল্যবান সামগ্রী ফিরিয়ে দেয়া যায় সেটিই এখন দেখছেন সঞ্জয় দত্তের আইনজীবীরা। জানা গেছে, ত্রিপাঠির ৮০ বছর বয়সী মা ও তিন সহোদর আছে পরিবারে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে