সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ০১:৩৭:২৬

হঠাৎ শাকিব-অপুর দেখাদেখি! তারপর কী হলো?

হঠাৎ শাকিব-অপুর দেখাদেখি! তারপর কী হলো?

বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খান এখন কলকাতায় জয়দীপ মুখার্জির পরিচালনায় ‘ভাইজান এলো রে’ছবির শুটিং করছেন। এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন শাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী। সেখানেই নায়িকা শ্রাবন্তীর কোলে দেখা গেলো শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়কে।

এদিকে অপু বিশ্বাসের কোলে জয়, পাশে আছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। এমন একটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অপু বিশ্বাস।

এই দুটি ছবি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে শাকিব-অপুর এই দেখাদেখি হঠাৎ করেই হয়েছে! আবার প্রশ্ন জেগেছে তারা মুখোমুখি হলে একফ্রেমে বন্দি হলেন না কেন? তারপর কী হয়েছে তা অবশ্য জানা যায় নি।

জানা গেছে, গত ১৮ মার্চ ছেলেকে নিয়ে কলকাতায় বেড়াতে গেছেন অপু বিশ্বাস। অন্যদিকে শাকিব সেখানে রয়েছেন শুটিংয়ে। শাকিবের শুটিং সেটে ছেলেকে নিয়ে হাজির হন অপু। তবে শাকিব-অপুর মাঝে কোনো কথা হয়েছিল কিনা জানা যায়নি।

শাকিব-অপুর সংসার ভেঙে যাওয়ার কথা তো সবার জানা। তারা এখন আর স্বামী-স্ত্রী নন। তবে শাকিব আগেই বলেছিলেন ছেলের জন্য যা করার সবই করবেন। অন্যদিকে অপু অভিযোগ করেছিলেন, শাকিব ছেলের খোঁজ নেন না।

এবার কলকাতায় গিয়ে ছেলের পাশে শাকিব এবং অন্য একটি ছবিতে শ্রাবন্তী, জয় ও অপুকে দেখে আলোচনা তৈরি হয়েছে।

কেউ কেউ মনে করছেন জয় হয়তো একদিন তার বাবা-মায়ের মান-অভিমানের অবসান ঘটাবে। আবারও এক হবে শাকিব-অপু। তবে সেটা অলীক কল্পনা বলেও মনে করছেন কেউ কেউ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে