সোমবার, ১৯ মার্চ, ২০১৮, ০৪:০৮:০১

সালমান খানের ছবির নায়িকা যক্ষায় আক্রান্ত, এক কাপ চা খাওয়ারও পয়সা নেই!

সালমান খানের ছবির নায়িকা যক্ষায় আক্রান্ত, এক কাপ চা খাওয়ারও পয়সা নেই!

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত নব্বইয়ের দশকের ছবি ‘ভীরগতি’। সেই ছবিতে ভাইজানের নায়িকা হয়েছিলেন পূজা ডাডওয়াল। আজ সেই পূজা গুরুতর অসুস্থ, যক্ষায় আক্রান্ত। দুর্ভাগ্যজনক আজ অভিনেত্রীর হাতে নিজের চিকিত্সা করানোর জন্যে কানা করিও নেই। ওষুধের খরচতো বহু দূরে, পূজার এক কাপ চাও কিনে খাওয়ারও পয়সা নেই।

পূজা জানিয়েছেন, তিনি সালমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। শুধু যক্ষা নয়, পূজা ফুসফুসের নানা অসুখেও জর্জরিত। চিকিত্সার জন্যে গত ১৫ দিন ধরে তিনি মুম্বইয়ের শিভদি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রসঙ্গত, ওই অভিনেত্রী একটি ভিডিও বানিয়েছিলেন তাঁর কাতর আবেদন জানানোর জন্যে। পূজার আশা যদি কোনওভাবে সেই কাতর আবেদন সালমানের কাছে পৌঁছয়। গত কয়েক বছর ধরে ক্যাসিনো ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন পূজা। আজ তাঁকে এক কাপ চায়ের জন্যেও অন্য লোকের ওপর ভরসা করতে হয়। সূত্রের খবর, পূজার স্বামী এবং পরিবার যেদিন জেনেছিলেন তিনি যক্ষার মতো রোগে আক্রান্ত, সেদিনই তাঁকে ছেড়ে চলে গিয়েছিলেন।

টিনসেল টাউনের গ্ল্যামারের আড়ালে এই গভীর অন্ধকার সত্যিই নাড়িয়ে দেয় মানুষকে। ‘ভীরগতি’ ছাড়ও পূজা কাজ করেছেন ‘হিন্দুস্তান’ এবং ‘সিঁদুর সৌগন্ধে’র মতো ছবিগুলোতে।-এবিপি আনন্দ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে