বিনোদন ডেস্ক: শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে দুই ম্যাচে হারিয়ে যেভাবে নিদহাস ট্রফির ফাইনালে উঠে গেছে বাংলাদেশ, তাতে চমকাতে না চাইলেও চমকাতে হচ্ছে ভারতকে। তাই বাংলাদেশের বিপক্ষে ফাইনালের আগে সতর্ক দলটি। বাংলাদেশ চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কলকাতায় ‘ভাইজান এলো রে’ সিনেমার শুটিংয়ে এতদিন ব্যস্ত ছিলেন। বাংলাদেশের জয়ে তিনি নিয়মিত তার ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।
আজ সকালে দেশে ফেরার কথা। গত রাতে খোঁজ নেওয়া হলো খেলা দেখবেন কোথায়? তাঁকে পাওয়া গেল না। কিন্তু শাকিবের সহযোগী মনির জামানের সঙ্গে যোগাযোগ করে জানা গেল শাকিব খেলা দেখবেন। বাংলাদেশে নিজ পরিবারের সঙ্গে খেলা দেখার ইচ্ছে। এর আগের ম্যাচগুলো সব দেখা না হলেও নিয়মিত খেলার খোঁজখবর রাখেন। কলকাতার কলাকুশলীদের সঙ্গে এ নিয়ে তর্ক- বিতর্কও হয় তাঁর। গত ম্যাচে ‘ভাইজান এলো রে’ শুটিংয়ে বাজি ধরে শাকিব জিতেছেও।’
এমটি নিউজ/আ শি/এএস