বিনোদন ডেস্ক : ওকে দেখতে যতই রাশভারী হোক না কেন, আসল জীবনে উনি কিন্তু তার ঠিক উল্টো| সহ অভিনেতা আর অভিনেত্রীদের সঙ্গে সুযোগ পেলেই বিভিন্ন ধরণের প্র্যাকটিকাল জোক করার জন্য প্রসিদ্ধ উনি| আমরা বলছি অজয় দেবগণের কথা|
সম্প্রতি মুক্তি পেয়েছে তার ছবি ‘রেড’। এই ছবিতে তাকে একজন কড়া ইনকাম ট্যাক্স অফিসারের চরিত্রে দেখা গিয়েছে| এই ছবির প্রচার করতে গিয়ে একটা পুরানো ঘটনার কথা উল্লেখ করেন অজয়| সে জানিয়েছেন মোটামুটি সব সহ অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কৌতুকবশত কোন না কোন প্র্যাঙ্ক করেছেন তিনি|
তবে একবার এক সহ অভিনেতার সঙ্গে মজা করতে গিয়ে তা জটিল আকার ধারণ করে| শেষে এমন অবস্থা দাঁড়ায় যে সেই সহ অভিনেতার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়| আসুন দেখে নিন অজয় কী করেছিলে |
বহু বছর আগে ঘটনাটা ঘটে| অজয়ের এক সহ অভিনেতার তখন সবে বিয়ে হয়েছে| অজয়ের একদিন তার সঙ্গে একটু মজা করার ইচ্ছা হলো| সেই অভিনেতার স্ত্রী মাঝে মাঝেই তার স্বামীর সঙ্গে দেখা করতে শ্যুটিং এর সেটে আসতেন| বেশিরভাগ দিন ছবির শ্যুটিং হতো রাতে|
অজয়ের সেই সহ অভিনেতার স্ত্রীর সঙ্গে দেখা হলেই তাকে বলতেন তার স্বামীর অন্য মহিলার সঙ্গে অ্যাফেয়ার চলছে, তাই সে রাতে বাড়ি যেতে পারে না| প্রথমটায় সেই মহিলা অজয়ের কথা বিশ্বাস করেন নি| এই ভাবে আট দিন কাটে| কিন্তু তার পরের দিন শ্যুটিং এ এসে অজয় দেখেন যে সেই সহ অভিনেতা তখনো আসেন নি|
পরে জানা যায় তার স্ত্রী অজয়ের কথা বিশ্বাস করে স্বামীকে সন্দেহ করেন| এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হয় এবং স্ত্রী আত্মহত্যা করার জন্য ঘুমের ওষুধ খেয়ে নেয়| এর ফলে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হয় সেই মহিলাকে| পরে অজয় সেই সহ অভিনেতা এবং তার স্ত্রী দুজনের কাছেই ক্ষমা চেয়ে নেন|
এমটিনিউজ/এসএস