বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা অপু বিশ্বাসকে এবার পাওয়া যাবে পুরোদস্তুর নৃত্যশিল্পী হিসেবে। ৪৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রুনাইতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে নৃত্য সংগঠন ‘সৃষ্টি কালচারাল সেন্টার’।
তাদের সঙ্গেই হচ্ছে অপুর এই নৃত্যযাত্রা। সৃষ্টি কালচারাল সেন্টার জানায়, এ চিত্রনায়িকা নাচ পরিবেশনের পাশাপাশি উপস্থাপনাও করবেন অনুষ্ঠানটিতে।
সংগঠনের পরিচালক বিশিষ্ট নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু। তিনি বলেন, ‘অনুষ্ঠানে দেশাত্মবোধক নাচের পাশাপাশি ফোক, চলচ্চিত্রের গান ও নৃত্য পরিবেশিত হবে।’
নাচের পাশাপাশি এগুলোতে সংগীত পরিবেশন করবেন স্বপ্নীল সজীব ও লুইপা। আগামী ২৩ মার্চ ১৫ সদস্যর এ দলটি ব্রুনাই যাবে। এদিকে অপু বিশ্বাস এখন পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আগামী ২৫ মার্চ ব্রুনাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
এমটিনিউজ/এসএস