বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১৮, ১০:৫২:২২

মহাভারতে কৃষ্ণের চরিত্রে আমির খান, বিতর্কের মুখে জাভেদ আখতারের বিস্ফোরক জবাব

মহাভারতে কৃষ্ণের চরিত্রে আমির খান, বিতর্কের মুখে জাভেদ আখতারের বিস্ফোরক জবাব

বিনোদন ডেস্ক : 'মহাভারত' নিয়ে আমির খানের ছবির সিরিজ করার খবর ট্রেন্ডিং হতেই সোস্যাল মিডিয়ায় তার ওপর দাত-নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে একদল লোক, যারা প্রশ্ন তুলেছে, মুসলিম হয়ে কেন হিন্দু দেবদেবীদের নিয়ে নাড়াচাড়া করবেন উনি?

আমিরের উদ্যোগকে তারা সাম্প্রদায়িক রং দিতে মাঠে নেমে পড়েছে। বি টাউনের খবর, ১০০০ কোটির যে 'মহাভারত'-এর প্রজেক্টে হাত দিতে চলেছেন আমির খান, সেখানে তাকে কৃষ্ণের চরিত্রে দেখা যাবে। যদিও আমির খান এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।

তবে ১০০০ কোটির মহাভারতে আমির খান কর্নের চরিত্রেও অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত 'মহাভারত' নিয়ে মুখ খোলেন নি আমির, কিন্তু খবর, প্রথমে ঠিক ছিল 'কর্ণ'র চরিত্রে দেখা যাবে তাকে। কিন্তু ফিজিক্যাল ফিচারের জন্য, তিনি এই চরিত্রটা করতে রাজি হননি। তখন ঠিক হয়, কৃষ্ণর চরিত্রে দেখা মিলবে খান-এর।

আর এখানেই বাঁধল গোলযোগ! ফ্র্যাঙ্কোইস গটিয়ের নামের এক ব্যক্তি টুইটারে অভিযোগ করেন--আমির খান, যিনি ধর্মে মুসলিম, কেন হিন্দুদের প্রাচীন ও পবিত্র মহাকাব্য 'মহাভারত'-এ অভিনয় করবেন?

তার পাল্টা দিতে গিয়ে নামী গীতিকার, লেখক জাভেদ আখতার বিস্ফোরক ট্যুইট করেন, ‘স্কাউন্ড্রেল, পিটার ব্রুকসের মহাভারত দেখিছ নি? আমার প্রশ্ন, কোন বিদেশি এজেন্সি তোমাদের পয়সা দিচ্ছে আমাদের দেশে এমন বিকৃত, বিষাক্ত ভাবনাচিন্তা ছড়ানোর জন্য।’

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে