বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ১১:২১:১০

হেলিকপ্টারে করে এলেন শাকিব খান, দিলেন নতুন এক খবর

হেলিকপ্টারে করে এলেন শাকিব খান, দিলেন নতুন এক খবর

বিনোদন ডেস্ক: আগেই জানানো হয়েছিল জন্মদিনের সন্ধ্যায় ঢাকায় থাকবেন ঢালিউড তারকা শাকিব খান। বিকেল ৫টায় হেলিকপ্টারে করে এলেন ঢাকায়। এরপর সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে কেক কাটলেন। সঙ্গে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেরও উদ্বোধন করলেন। একই সঙ্গে দিলেন নতুন খবর।

শাকিব জানালেন, এখন থেকে নায়কের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করবেন তিনি। গুণী নির্মাতাদের যারা পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না, তাদের নিয়ে ছবি নির্মাণ করতে চান। সেই সঙ্গে তরুণ নির্মাতাদের পাশে থাকতে চান তিনি। কাজ করতে চান দুই বাংলার শিল্পী-কলাকুশলীদের নিয়ে।

যৌথ প্রযোজনার ছবি নির্মাণেই আগ্রহের কথা জানিয়ে শাকিব বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। সেখানে আমি অভিনয় করব। ছবিগুলো বড় বাজেটে নির্মিত হবে।

ঢালিউড তারকা আরও বলেন, ‘সিনেমা হল, টেলিভিশন ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম এখন বিনোদনের বড় একটি মাধ্যম। ডিজিটাল এই সকল প্লাটফর্ম থেকে অনেক সময় ভুল তথ্য দিয়ে শিল্পীদের নানাভাবে হেয় করা হয়। আবার শিল্পীর নিজের কথাগুলোও এই মাধ্যম থেকে প্রকাশ করা যায়। আশাকরি আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন।

এই অনুষ্ঠানে আসার আগে শাকিব বন্দরনগরী চট্টগ্রামে ‘সুপারহিরো’ ছবির শুটিং করছিলেন। ঢাকায় এসে নিজের জন্মদিনে বঙ্গবিডি প্ল্যাটফর্ম থেকে অফিসিয়াল ইউটিউব প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন।

এসময় জানানো হয়, শাকিব অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও আর অডিও গান, ট্রেলার, প্রমো, বিহাইন্ড দ্য সিনসহ চলচ্চিত্রের বিভিন্ন প্রচারমূলক ভিডিও-অডিও ক্লিপ নিয়মিত প্রকাশ করা হবে এই চ্যানেলে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক কামাল কিবরিয়া লিপু, মোহাম্মদ ইকবাল ছাড়াও বঙ্গবিডির কর্মকর্তারা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে