বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮, ০১:১৬:৩৭

রণবীরকে হারিয়ে দিলেন বরুণ?

রণবীরকে হারিয়ে দিলেন বরুণ?

বিনোদন ডেস্ক : IPL-এর উদ্বোধনে জ্যাকলিন ফার্নান্ডেজ, পরিনিতি চোপড়াদের সঙ্গে হাজির হবেন রণবীর সিং এবং বরুণ ধাওয়ান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর উদ্বোধনী অনুষ্ঠানে ১৫মিনিটের জন্য রণবীর সিং ৫ কোটি চাইছেন বলে খবর পাওয়া যায়।

মাত্র ১৫ মিনিটের জন্য রণবীরের ৫ কোটির পারিশ্রমিকের খবর নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রি-র পাতা। কিন্তু, জানেন কি রণবীর সিং-এর তুলনায় IPL-এ বেশি পারিশ্রমিক নিচ্ছেন বরুণ ধাওয়ান।

শোনা যাচ্ছে, IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে বরুণ ধাওয়ান নাকি ৬ কোটি পারিশ্রমিক দাবি করেছেন। পারিশ্রমিকের নিরিখে রণবীরকে হারিয়ে দিলেন বরুণ? দেশের যুব সম্প্রদায়ের মধ্যে যেভাবে বরুণ ধাওয়ানের জনপ্রিয়তা বাড়ছে, তার জেরেই ওই বিশাল অঙ্কের পারিশ্রমিক তিনি দাবি করেছেন বলে খবর।

এদিকে সঞ্জয় লীলা বনশালির ‘পদ্মাবত’-এর পর থেকেই রণবীর সিং-এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের পর থেকেই যে রণবীরের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, তা কিন্তু বেশ স্পষ্ট। -জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে