শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ১১:৩১:৩৩

অসুস্থ হয়ে হাসপাতালে শাকিব খান, যা বললেন চিকিৎসক

অসুস্থ হয়ে হাসপাতালে শাকিব খান, যা বললেন চিকিৎসক

বিনোদন ডেস্ক : শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গতকাল ভর্তি হয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার দুপুরে কিছুটা অসুস্থ হয়ে পড়লে শাকিব খানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

অসুস্থ হয়ে হাসপাতালে শাকিব খান, যা বললেন চিকিৎসক:- ডা. ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন শাকিব খান। তিনি জানিয়েছেন, ‘এই তারকার শারীরিক অবস্থা গুরুতর নয়। দুই থেকে তিন দিন বিশ্রামে থাকতে হবে।’

এদিকে শুক্রবার সকালে জানা গেছে, শাকিবের অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসক যখন বলবেন তখনই তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হবে। জানা গেছে, টানা সিনেমার শুটিং করছেন শাকিব খান। কাজের চাপ আর ব্যক্তি জীবনের জটিলতার জন্যই শাকিব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত রয়েছেন।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে