শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮, ১০:১৪:০৯

‘এমন ধরণের বাংলাদেশের সিনেমা আমি অন্তত আগে দেখিনি’

‘এমন ধরণের বাংলাদেশের সিনেমা আমি অন্তত আগে দেখিনি’

বিনোদন ডেস্ক: ‘এমন ধরণের বাংলাদেশের সিনেমা আমি অন্তত আগে দেখিনি। আমার কেন যেন মনে হচ্ছিল আমি আমাকে খুন করে ফেলছি। ঐ যে যখন রিসোর্টে ঢোকার পর হঠাৎ ভেতরে থাকা টেলিভিশনে বলে ওঠে এখানে থাকা সবাই খুনি, তখন চমকে উঠেছিলাম।’ জিগাতলা থেকে রাজধানীর বলাকা সিনেমা হলে ‘কালের পুতুল’ দেখতে আসা স্কুল শিক্ষিকা আলেয়া রহমান। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশের সিনেমা দেখেন বলাকা সিনেমায়। এমনটায় বলছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনের ছাত্রী ইশরাত এসেছিলেন বন্ধুসহ।  তিনি ছবি রিলিজের দিন সকালে প্রায়ই দেশীয় সিনেমা দেখেন বন্ধুসহ। তিনি বলেন, সবাই খুন হচ্ছে। সবাই জানতে পারছে খুন হবে একে একে সবাই। রহস্যময় পুতুলগুলো একে একে উধাও হবে। তারপরও শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারিনি।

সাইকোলজিকাল ট্রিটমেন্টগুলো দারুন ছিল। প্রতিটা মানুষের নিজের অবচেতনে যে গোপন থাকে তা বের করে দিয়েছে চলচ্চিত্রটি। ছবিটি আরো দর্শকের যোগ্যতা রাখে।’  তিনি আরো বলেন, ‘অভিনয় শিল্পীদের কাজ দারুন লেগেছে। কিন্তু কোথায় যেন চরিত্রগুলোর আরো গভীরে যাওয়া যেতে পারত বলে মনে হয়েছে। তবে বাংলা সিনেমার ঘরাণায় নতুন কিছু প্রবেশের চেষ্টা দারুন। এগুলোর প্রমোশনে আরো সচেষ্ট হওয়া উচিত।’

দর্শক সংখ্যা খুব বেশি নয় সকাল সাড়ে ১০টার শোতে। পুরো সিনেমা হলে মেরে কেটে ৫০। কিন্তু সিনেমা শেষ হওয়ার পর সবার চোখে মুখে তৃপ্তির ছাপ লক্ষ্যণীয়। তবে দুপুর ও বিকালের শোগুলোতে ছিলো অভাবনীয় দর্শক। সারা দেশে ৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস অবলম্বনে নাসিফুল ওয়ালিদের চিত্রনাট্যে আকা রেজা গালিব পরিচালিত প্রথম সিনেমা ‘কালের পুতুল’।

ঢাকার মধ্যে ছবিটি যাচ্ছে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, বলাকা(নিউ মার্কেট), শ্যামলী সিনেমা হল। ঢাকার বাইরে খুলনার লিবার্টি, ময়মনসিংহের ছায়াবানি ও দিনাজপুরের মডার্ন। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত  সিনেমা ‘কালের পুতুল’ এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, বীথি রানী সাহা, জান্নাতুন নূর, শাহেদ আলী, রাইসুল ইসলাম আসাদ, লুৎফর রহমান র্জজ, মাহমুদুল ইসলাম মিঠু, আশিষ খন্দকার, ঋতু সাত্তার, আরিফ অর্ক প্রমুখ।

গল্পে দেখা যায়, বিভিন্ন পেশার ১০ জন মানুষ এসে হাজির হন বাংলাদেশের পার্বত্য জেলার প্রত্যন্ত এক অঞ্চলে। সেলফোনের নেটওয়ার্কবিহীন খুবই দুর্গম পাহাড় সারির কারণে এদিকটা পর্যটকরা মাড়াবে কি, স্থানীয়রাই এড়িয়ে চলে। খাদের ওপর ঝুলন্ত পুল পার হয়ে অতিথিরা যেখানে পৌঁছায় সেটাই বাড়িটাই সভ্যতার একমাত্র চিহ্ন। তাদের স্বাগত জানান একজন ক্ষুদ্র জাতিস্বত্বার প্রতিনিধি।

অতিথি আপ্যায়নের জন্য যাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দিয়েছেন রশীদ খান। তার কাছ থেকেই জানা যায়, রশীদ চৌধুরী সেদিন দুপুরে উপস্থিত হয়ে লাঞ্চে যোগ দেবেন । কিন্তু ঘটতে থাকে একে একে খুনের ঘটনা। রশীদ চৌধূরী নামে আদৌ কি কেউ আছে?

প্রায় দুই বছর আগে ‘কালের পুতুল’ ছবিটির শুটিং হয়েছে বান্দরবানের দুর্গম লোকেশনে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে