শনিবার, ৩১ মার্চ, ২০১৮, ১১:২৩:০২

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে বাপ্পি

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে বাপ্পি

বিনোদন ডেস্ক : ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে বাপ্পি। শুক্রবার রাতে গোপালগঞ্জের কালিনী থানার গোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাপ্পি হাতে, পায়ে ও কাঁধে বেশ আঘাত পেয়েছেন বলে জানা যায়।

মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাপ্পির গাড়ি রাস্তা ছেড়ে পাশের গর্তে পড়ে যায়। তার সঙ্গে একই গাড়িতে বঙ্গবন্ধু পরিবারের তনয় শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ও ফটোগ্রাফার রিয়াজ আহমেদসহ আরো কয়েকজন ছিলেন।

বাপ্পির যাত্রাসঙ্গী রিয়াজ জানান, বাপ্পি হাতে, পায়ে ও কাঁধে বেশ আঘাত পেয়েছেন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। বাপ্পি এক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন বলে জানা যায়। তবে বড় কোনো ক্ষতি হাত থেকে বেঁচে গেছেন এ নায়ক। দেশবাসী এবং ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন তিনি।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে