বিনোদন ডেস্ক : ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীতদের দুটি তালিকা [মুখ্য ও বিকল্প] অনুমোদনের জন্য ২৯ মার্চ জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে উপস্থাপন করেছে জুরি বোর্ড। খবরটি নিশ্চিত করেছেন জুরি বোর্ডের সদস্যরা।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এবার বেশির ভাগ পুরস্কার পাবে চারটি ছবি—‘আয়নাবাজি’, ‘শঙ্খচিল’, ‘অজ্ঞাতনামা’ ও ‘কৃষ্ণপক্ষ’। ২৮টি বিভাগের মধ্যে ২৫ বিভাগে দেওয়া হবে পুরস্কার। গায়িকা, কৌতুক অভিনয়শিল্পী ও শিশুশিল্পী বিভাগে যোগ্য বিবেচিত হননি কেউই। আজীবন সম্মাননা পাবেন অভিনেতা ফারুক ও অভিনেত্রী ববিতা। বাকি সব বিভাগেই রয়েছে বিকল্প নাম।
প্রস্তাবিত মুখ্য তালিকায় সেরা পূর্ণদৈর্ঘ্য ছবি ‘অজ্ঞাতনামা’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘ্রাণ’, প্রামাণ্য চলচ্চিত্র ‘জন্মসাথী’, পরিচালনায় অমিতাভ রেজা চৌধুরী [আয়নাবাজি], কাহিনিতে তৌকীর আহমেদ [অজ্ঞাতনামা], চিত্রনাট্যে রুবাইয়াত হোসেন [আন্ডার কনস্ট্রাকশন], অভিনেতা চঞ্চল চৌধুরী [আয়নাবাজি], অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা [অস্তিত্ব], পার্শ্ব পুরুষ চরিত্রে যৌথভাবে আলীরাজ [পুড়ে যায় মন] ও ফজলুর রহমান বাবু [অজ্ঞাতনামা], পার্শ্ব নারী চরিত্রে তানিয়া আহমেদ [কৃষ্ণপক্ষ], খল অভিনয়ে শহীদুজ্জামান সেলিম [অজ্ঞাতনামা], সুর ও সংগীত পরিচালনায় ইমন সাহা [মেয়েটি এখন কোথায় যাবে], গীত রচনায় গাজী মাজহারুল আনোয়ার [মেয়েটি এখন কোথায় যাবে], কণ্ঠশিল্পী সৈয়দ ওয়াকিল আহাদ [দর্পণ বিসর্জন], সম্পাদনায় ইকবাল আহসানুল কবির [আয়নাবাজি], শিল্প নির্দেশনায় উত্তম গুহ [শঙ্খচিল], চিত্রগ্রহণে রাশেদ জামান [আয়নাবাজি], শব্দগ্রহণে রিপন নাথ [আয়নাবাজি], সাজসজ্জায় সাত্তার [নিয়তি] ও মেকআপে মানিক [আন্ডার কনস্ট্রাকশন]।
প্রস্তাবিত বিকল্প তালিকায় সেরা চলচ্চিত্র ‘শঙ্খচিল’, অভিনেতা শাকিব খান [শিকারি], অভিনেত্রী কুসুম শিকদার [শঙ্খচিল], পার্শ্ব পুরুষ চরিত্রে ফজলুর রহমান বাবু [অজ্ঞাতনামা], সুর ও সংগীত পরিচালনায় এস আই টুটুল [কৃষ্ণপক্ষ], কণ্ঠশিল্পী জেমস [সুইটহার্ট], গীতি রচনায় হুমায়ূন আহমেদ [কৃষ্ণপক্ষ], কাহিনিতে রুবাইয়াত হোসেন [আন্ডার কনস্ট্রাকশন], চিত্রনাট্যে অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন [আয়নাবাজি], সম্পাদনায় সুজন মাহমুদ [আন্ডার কনস্ট্রাকশন], চিত্রগ্রহণে এনামুল হক সোহেল [অজ্ঞাতনামা], সাজসজ্জায় ফারজানা [আয়নাবাজি], মেকআপম্যান মো. সেলিম [শঙ্খচিল]।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহীন আরা বেগম জানান, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে। মে মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস