রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ১২:২৫:২৫

‘বাঘি ২’ তে কাঁপছে বলিউড, প্রথম দিনেই বাজিমাত

‘বাঘি ২’ তে কাঁপছে বলিউড, প্রথম দিনেই বাজিমাত

বিনোদন ডেস্ক : মুক্তির প্রথম দিনেই কামাল দেখিয়েছে টাইগার শ্রফ ও দিশা পাটানি অভিনীত ‘বাঘি ২’। এই ছবি নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল। মুক্তির পর উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেল। প্রথম দিনের ব্যবসার নিরিখে বহু মাল্টিস্টারার হিন্দি ছবিকে পিছনে ফেলে দিয়েছে ‘বাঘি ২’।

জানা গেছে, মাত্র একদিন এই ছবি ২৫.১০ কোটি টাকার ব্যবসা করেছে। মারকাটারি অ্যাকশন সাথে টাইগার শ্রফ এবং দিশা পাটানির চুটিয়ে ড্যান্স পারফরম্যান্স এই ছবির ইউএসপি বলছেন ফিল্মি বোদ্ধারা।

শোনা যাচ্ছে, প্রথমদিনের ব্যবসার নিরিখে রেকর্ড গড়ে ফেলেছে ‘বাঘি ২’। ট্রেড বিশেষজ্ঞদের মতে এই সপ্তাহে পরপর তিনদিন ছুটি থাকায় আরও কিছু ব্যবসা করবে এই ছবিটি।

একই সাথে টাইগারের ফ্যানের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। সেই দিকটাও ফেলতে পারছেন না ফিল্মি সমালোচকরা। ২০১৬ সালে মুক্তি পাওয়া ছবি ‘বাঘি’র সিকোয়েল এই ‘বাঘি ২’।

টাইগার-দিশা ছাড়াও এতে রয়েছেন মনোজ বাজপেয়ী, রণদীপ হুডা, প্রতীক বব্বর ও দীপক দোব্রিয়াল। আজ গুড ফ্রাইডের ছুটি থাকায় ছবিটির বক্স অফিসে ঝনঝনানি অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে।

‘বাঘি ২’ পরিচালনা করেছেন আহমেদ খান। প্রযোজনায় ফক্স স্টার স্টুডিওজ ও সাজিদ নাদিয়াদওয়ালা।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে