রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৪:০৩:২৮

ধুন্ধুমার ব্যবসা করছে 'বাঘি ২'!

ধুন্ধুমার ব্যবসা করছে 'বাঘি ২'!

বিনোদন ডেস্ক : যা ধারণা করা হয়েছিল, তা-ই, ধুন্ধুমার ব্যবসা করছে 'বাঘি ২'!  দ্বিতীয় দিনেও প্রথম দিনের মতোই দারুণ ব্যবসা করেছে টাইগার শ্রফ-দিশা পাটানি অভিনীত অ্যাকশন থ্রিলার 'বাঘি ২'। এ বছরের সেরা ওপেনিং ডে ছিল আহমেদ খান পরিচালিত ও সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই অ্যাকশন এন্টারটেইনারটির। ২৫.১০.....যা ছাড়িয়ে গিয়েছিল সুপার মুভি পদ্মাবতের ওপেনিং ডে কালেকশনকেও। আর দ্বিতীয় দিনে; প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ধুন্ধুমার ব্যবসা করল 'বাঘি ২'।

ট্রেড অ্যানালাইসিস মতে, দ্বিতীয় দিনে (গতকাল শনিবার) 'বাঘি ২'-এর বক্স অফিস কালেকশন ২০.৪০ কোটি রুপি। অর্থাৎ দুই দিনে ছবিটি মোট আয় করেছে ৪৫.৫০ কোটি রুপি। আর ভারতে ছুটির দিন রবিবার তো পড়েই আছে। ধারণা করা হচ্ছে, রেকর্ড ব্রেকিং ব্যবসা করবে টাইগারের এই্ কামব্যাক মুভিটি।

বক্স অফিস কালেকশনের বিষয়টি নিশ্চিত করে ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, বাঘি ২ রীতিমতো বিস্ময়জাগানিয়া। দুই দিনে ছবিটি ৪৫.৫০ কোটি রুপি ব্যবসা করেছে ভারতজুড়ে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে