রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৪:২৪:০৩

ডিম্পল কাবাডিয়ার সুন্দরী নাতনীকে নিয়ে হইচই

ডিম্পল কাবাডিয়ার সুন্দরী নাতনীকে নিয়ে হইচই

বিনোদন ডেস্ক: একসময়ের বলিউড তারকা ডিম্পল কাবাডিয়ার কথা মুভিপ্রেমীদের ভুলে যাওয়ার কোনো কারণ নেই। প্রকৃতির নিয়মেই চুলে পাক ধরেছে ডিম্পলের। শুধু তাই নয়, বড় হয়ে গেছে তার নাতনীরাও। বলিউডে স্টারকিড নিয়ে জানার আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। কখনও পাপারৎজী দৌড় দেয়ে তৈমুরের ছবির জন্য, আবার কখনও যায় আব্রামের খুনসুটি ক্যামেরায় বন্দি করতে। এবার ক্যামেরাবন্দি হলেন ডিম্পলেন নাতনী নাওমিকা সারান।

যদিও প্রত্যেকে সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তাই তাদের ধাওয়া করার আগেই অনুরাগীরা তাদের সব আপডেট পেয়ে যায়। তবে যারা প্রাইভেটলি অ্যাকটিভ তাদের নিয়ে মাতামাতি কিন্তু বেশি দেখা যাচ্ছে। তেমনই একজন হলো রিঙ্কি খান্নার মেয়ে নাওমিকা। রিঙ্কি খান্না তার পরিবারের সঙ্গে থাকেন বিদেশে। বহুদিন পর এসেছেন মু্ম্বাইতে। এক স্যালুনের সামনেই নাওমিকার দেখা পাওয়া গেল ডিম্পলের সঙ্গে। দিদার সঙ্গেই হাত ধরে বেশ খোশ মেজাজেই ছিল সে।

পাপারাৎজীকে দেখেই দুজনেই দৌড় লাগালেন গাড়ির দিকে। সঙ্গে দিদাও ভৌঁ দৌঁড়। তবে এর মাঝেই ক্যামেরাবন্দি হয়ে যায় নাওমিকার মিষ্টি মুখটা। ক্যামেরাবন্দি হন ডিম্পলও। সাধারণ একটা সাদা টপ আর জিনসের শর্টসেও নাওমিকার সৌন্দর্য আলাদা করে চোখে পরার মতো। যদিও তার বয়স কিন্তু বেশ অল্প। সঙ্গে ছিলেন দুই বোন ট্যুইঙ্কল ও রিঙ্কি খান্নাও।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে