রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৪:২৫:৪২

টাইগারকে 'ভারতীয় টনি জা' বললেন অক্ষয়!

টাইগারকে 'ভারতীয় টনি জা' বললেন অক্ষয়!

বিনোদন ডেস্ক : 'বাঘি ২' মুক্তির পর টাইগার শ্রফের দুর্দান্ত অ্যাকশন নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। ছবিটির মুক্তির প্রথম দিনেই অসম্ভব সফলতা পেয়েছে। যা অনেক বিগ বাজেট ছবিও পায়নি। ছবিতে টাইগারের ক্যারিশম্যাটিক পারফরর্মেন্সে মুগ্ধ আবালবৃদ্ধবনিতা।

টাইগারের এই হিরোইজম বা হিরোপান্তি দেখে যখন সবাই মুগ্ধ ও প্রশংসায় ভাসাচ্ছেন, তখন বাদ যাচ্ছেন না বলিউড সেলিব্রিটিরাও। আর এঁদের মধ্যে একজন সুপারস্টার অক্ষয় কুমার। যিনি নিজেও একজন অ্যাকশন-স্টার। তিনি এবার টাইগারকে প্রশংসা করে তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, ভালোবাসা নিও, টাইগার। বলিউড এ কথা ভেবে শান্তি পাবে যে আমাদের নিজেদেরও একজন টনি জা আছে। তুমি সত্যিই অসাধারণ।

অক্ষয় টাইগার শ্রফকে টনি জা'র সাথে তুলনা করেছেন। অনেকেই হয়তো এই টনি জা কে চেনেন না। বহু গুণের মানুষ এই টনি জা। একাধারে থাই মার্শাল আর্ট স্পেশালিস্ট, অভিনেতা, অ্যাকশন কোরিওগ্রাফার, দুর্ধর্ষ স্টান্টম্যান ও চলচ্চিত্র পরিচালক। অসংখ্য সুপারহিট অ্যাকশন ছবির এই থাই সুপারস্টারের সাথে টাইগারের তুলনাকে খুব বড় মূল্যায়ন বলে ভাবছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।-টাইমস অব ইন্ডিয়া
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে