রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬:০৯

সালমান-শাহরুখ দ্বৈরথ, মাঝখানে ক্যাটরিনা!

সালমান-শাহরুখ দ্বৈরথ, মাঝখানে ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক : বেশ কয়েকটি কারণেই শাহরুখের পরের ছবি 'জিরো' বিশেষভাবে আলোচনায়। এ ছবিতেই প্রথম তিনি পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় কাজ করছেন। এটাই প্রথম ছবি যেখানে তিনি 'যাব তাক হ্যায় দম' কো-স্টার ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার সাথে কাজ করছেন। এই ছবিতেই প্রথম তিনি কোনো বামন চরিত্রে অভিনয় করছেন এবং সর্বোপরি এই ছবির-ই একটি গানে তিনি পাবেন সালমান খানকে।

এই গানটিকেই ছবির অন্যতম হাইলাইট হিসেবে ধরা হচ্ছে। গত বছর মুম্বাইয়ে চার দিনব্যাপী গানটি শুট করা হয়। একটি নির্ভরযোগ্য বলিউড সূত্র জানায়, ডান্স নাম্বরটি শুট হওয়ার পর থেকেই সবাই বলাবলি করছে, এখানে দুই সুপারস্টার খান অভিনয় করেছেন আর তাঁদের সাথে রয়েছেন ক্যাটরিনা। তবে, এ তথ্য বিভ্রান্তিমূলক। এতে শুধুমাত্র দুজন অভিনেতাই অংশ নিয়েছেন।

সূত্রটি আরো জানায়, গানটিতে সালমান খান একজন সুপারস্টারের ভূমিকায় অভিনয় করবেন, আর শাহরুখ যথারীতি একজন বামন। ছবিটিতে দেখা যাবে, শাহরুখ ক্যাটরিনার একজন দারুণ ভক্ত। আর সালমান অভিনেত্রী ক্যাটরিনার নায়কদের একজন। আর গানটির সময় স্টেজে শাহরুখ ও সালমানকে একে অন্যের 'প্রতিদ্বন্দ্বী' হিসেবে দারুণভাবে চিত্রায়িত করা হয়েছে। গানটির অসাধারণ চিত্রায়ন (কোরিওগ্রাফি) মুগ্ধ ও আনন্দিত করেছে গোটা টিম জিরোকে।

উল্লেখ্য, 'জিরো' মূলত ভিএফএক্স-নির্ভর ছবি। এ ছবি নির্মাণে ভিজ্যুয়াল ইফেক্টকে নান্দনিকভাবে ব্যবহার করা হয়েছে। এ ছবিতে প্রযুক্তির অনন্য ব্যবহারে শাহরুখকে ছবিজুড়ে বামন রূপে দেখা যাবে। যা দেখার জন্য হয়তো প্রস্তুত থাকবেন না অনেক শাহরুখভক্ত। দুর্দান্ত নির্মাণের এই ছবিটি শাহরুখের একটি ম্যাগনাম ওপাস হতে পারে বলে অনেকে ধারণা করছেন।
সূত্র : বলিউড লাইফ.কম, ডিএনএ   
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে