রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৮:৪৩:৩৩

আমি আমার প্রেমিককে নিয়ে সুখে আছি : ফারিয়া

আমি আমার প্রেমিককে নিয়ে সুখে আছি : ফারিয়া

বিনোদন ডেস্ক : সাবেক লাক্স তারকা ফারিয়া শাহরিন। ক'দিন আগেই দেশের সোশ্যাল মিডিয়া অঙ্গনে আলোচনায় ছিলেন। গণমাধ্যমে দেয়া তার একটি বক্তব্যকে ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনার ঝড়। সেসব পুরনো হয়ে গেছে।

কেননা দেশে ফিরেছিলেন সামান্য ক'দিনের জন্য এরপর মালয়েশিয়ায় চলে গেছেন পড়াশোনার জন্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্মৃতিচারণমূলক পোস্ট শেয়ার করে তার বর্তমান সময়ের সম্পর্ক সহ নানা কথা উল্লেখ করেছেন।

ফেসবুকে ফারিয়া লেখেন, বয়ফ্রেন্ড (এখন প্রাক্তন) যখন হ্যাকার! ছেড়ে যেতে না দেই, তার জন্য ফেসবুক হ্যাক করে রাখতো। কারণ বলেছিলাম, রিলেশন স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবো। এটা কি ভালোবাসা ছিলো নাই আমাকে জোর করে রিলেশনে রেখে শো-অফ করা যে, আমি তার প্রেমিকা?

তিনি আরও লেখেন, আল্লাহকে ধন্যবাদ আমাকে এই জেল ও জাহান্নাম থেকে পালাতে সাহায্য করেছেন। আলহামদুলিল্লাহ্‌। এটা ২০১৫ সালে আমি যখন একটা ধোঁকাবাজের সঙ্গে প্রেম করতাম, তখনকার কথা। এখন আমার ফেসবুক আছে এবং আমি আমার বিএফ(বয়ফ্রেন্ড)কে নিয়ে সুখে আছি। তবে কার সাথে সম্পর্কে রয়েছেন সে বিষয়ে কিছু লেখেননি এই অভিনেত্রী।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে