রবিবার, ০১ এপ্রিল, ২০১৮, ০৮:৫১:৫০

অবশেষে বড়পর্দায় ফিরলেন আলেকজান্ডার বো

অবশেষে বড়পর্দায় ফিরলেন আলেকজান্ডার বো

বিনোদন ডেস্ক : অবশেষে চলচ্চিত্রে ফিরলেন আলোচিত-সমালোচিত চিত্রনায়ক আলেকজান্ডার বো। চিত্রনায়ক নিরব অভিনীত ‘আব্বাস’ ছবির শুটিংয়ে যোগ দিয়েছেন একসময়ের আলোচিত চিত্রনায়ক আলেকজান্ডার বো।

শনিবার থেকে তিনি এই ছবির শুটিং করছেন, আজ রবিবারও শুটিং করেছেন। এই ছবিতে নিরব নাম ভূমিকায় অভিনয় করলেও আলেকজান্ডার বো ক্ষ্যাপাটে চরিত্রে অভিনয় করছেন। আলেকজান্ডার বো ফিরেই দারুণ উচ্ছ্বসিত।

তিনি বলেন, ফিরেই এমন একজনের সাথে কাজ করছি যে কি না এখন বেশ জনপ্রিয়। ছবিতে আমার চরিত্র অনেকটা রাশভারি, খ্যাপাটে। যে সবসময় নিজে নিজে কথা বলে, চোখেমুখে সবসময় কি জানি একটা খোঁজে। পুরোপুরি ঠাণ্ডা মাথার একজন মানুষ। কিন্তু আণ্ডার ওয়ার্ল্ডের ক্যাডার থাকেন। আমি হাজতে যাওয়ার পর নিরব একাই সবকিছুই রাজ করতে চায়!

এই প্রথম আলেকজান্ডার ও নিরব একসঙ্গে কাজ করছেন। নিরব বললেন, আলেক ভাইয়ের আমার এটাই প্রথমকাজ। ওনার অভিনয় ছাড়াও মারপিটের ফ্যান আমি। আশা করছি, প্রথমবার আমাদের দুজনার উপস্থিতি বড়পর্দায় জমে উঠবে, আব্বাস ছবিটাও দর্শকদের কাছে ভালো লাগবে।

আব্বাস পরিচালনা করছেন নির্মাতা সাইফ চন্দন। এই ছবিতে আরো অভিনয় করছেন সোহানা সাবা, জয়রাজ, সমাপ্তি মাশুক, তাসনিয়া, ডন, শিমুল খান, ইলরা গহ্বর প্রমুখ। গেল সেপ্টেম্বর মাসে পুরাণ ঢাকায় এই ছবির শুটিং শুরু হয়। আব্বাস প্রযোজনা করছে লাইভ টেকনোলোজিস। ছবির চিত্রনাট্য লিখেছেন জসীম উদ্দিন।

আব্বাস ছাড়াও আলেকজান্ডার বো ‘অন্ধকার জগৎ’ নামের আরেক ছবিতে কাজ করছেন। বদিউল আলম খোকন পরিচালিত ওই ছবিতে আরো অভিনয় করছেন মাহিয়া মাহি ও ডি এ তায়েব। আলেকজান্ডার বো বলেন, ওই ছবিটি নির্মাণাধীন। ৪ তারিখ থেকে ১৪ দিনের জন্য নতুন লটের শুটিং হবে।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে