বিনোদন ডেস্ক: বলিউডের টপ অফ দা হিট নায়ক সালমান খান। এবার বলিউডের পর্দায় হাজির হবেন অন্য রকম ভাবে। নতুন ভাবে ভক্তরা তাকে দেখতে পাবে। চরিত্র বিভিন্ন রকম হলেও নায়ক চরিত্রে ছিলন তিনি। তবে এবার আর হিরো চরিত্রে নয়। ভিলেন চরিত্র দেখা যাবে এ সুপার স্টারকে। ছবির নাম রেস থ্রি।
সালমান খানের অভিনয় ক্যারিয়ারে এর আগে ভিলেন চরিত্রে দেখা যায়নি কখনো। এবার প্রথম তিনি অভিনয় করতে যাচ্ছেন খলনায়কের চরিত্রে।
এবিষয়ে সালমান খান বলেন, তিনি ভিলেন হতে চান না। শুধুই দর্শকদের মনোরঞ্জন করতে চান। নায়কের চরিত্র তিনি বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন।
তবে হঠাৎ কেন সালমান খলনায়ক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন? এ বিষয়ে জানা যায়, বিশেষ এক শর্তে নাকি এমন চরিত্রে রাজি হয়েছেন সালমান। তথাকথিত ভিলেনরা ছবিতে সচরাচর যেভাবে হাজির হন, সালমান ঠিক তেমন ভিলেন হবেন না।
‘রেস থ্রি’ ছবির প্রযোজনা সংস্থা বলছে, ক্যারিয়ারে এতো বছরে যখন ভিলেনের চরিত্রে অভিনয় করতে রাজি হচ্ছিলেন না, তখনই ‘রেস থ্রি’র জন্য ভিলেন হচ্ছেন সালমান খান। তবে গতানুগতিক ভিলেন নয় বরং সাইকোলজিক্যাল ভিলেনের চরিত্রে রাজি হয়েছেন সালমান।
এমটি নিউজ/এপি/ডিসি