মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ০৩:৫৬:১৩

হঠাৎ জ্বলে উঠলেন টাইগার শ্রফ, বক্স অফিসে ঝড় তুললো ‘বাঘি ২’

হঠাৎ জ্বলে উঠলেন টাইগার শ্রফ, বক্স অফিসে ঝড় তুললো ‘বাঘি ২’

বিনোদন ডেস্ক : খুব সাদামাটাভাবেই বলিউডে আগমন জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফের। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ ছবির মধ্য দিয়ে তার অভিষেক। প্রথম সিনেমা দিয়ে সবার নজর কাড়লেও বাণিজ্যিকভাবে খুব একটা সফলতা পায়নি তার প্রথম ছবিটি।

তবে এর দুই বছর পরেই অভিনয় করেন ‘বাঘি’ নামের একটি ছবিতে। তার বিপরীতে দেখা যায় জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ছবিটি বেশ আলোচনা তৈরি করে বলিউডে। এরপর টানা ফ্লায়িং জেট এবং মুন্না মাইকেল ছবি দুটিতে অভিনয় করলেও খুব একটা সফল হননি। সবাই ধরেই নিয়েছিলো, টাইগার শ্রফের দ্বারা বলিউডে প্রতিষ্ঠা পাওয়া সম্ভব নয়!

কিন্তু হঠাৎ জ্বলে উঠলেন টাইগার শ্রফ, বক্স অফিসে ঝড় তুললো ‘বাঘি ২’। তার দ্বিতীয় ছবি ‘বাঘি’র সিক্যুয়াল দিয়েই। ভিন্ন লুক, ভিন্ন ঘরানার কাহিনী, ভিন্ন ধরণের অ্যাকশান। সব মিলিয়ে এক নতুন টাইগারের জন্ম হলো ‘বাঘি ২’ নামের ছবিতে। আর তার ফলও ভোগ করতে চলেছেন তিনি।

মুক্তির মাত্র চার দিনের মাথায় ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৮৫ কোটি রূপি। যা দেখে ছবির প্রযোজকই রীতিমত ভিমড়ি খাচ্ছেন। কারণ, তাদের ধারণা ছিলো ছবিটি হয়তো সপ্তাহ শেষে বড়জোর ৪০ থেকে ৪৫ কোটি রূপি আয় করবে! কিন্তু সেই অনুমানকে টেক্কা দিয়ে মাত্র চারদিনেই শত কোটি রূপির দিকে টাইগারের ছবিটি!

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের জনপ্রিয় অ্যাকশন ঘরানার চলচ্চিত্র ‘বাঘি’র সিক্যুয়াল ‘বাঘি ২’ মুক্তি পেয়েছে শুক্রবার (৩০ মার্চ)। বাঘি সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা ছিলো ছবিটি মুক্তির দিনে বড়জোর ১৫ কোটি রূপি আয় করলেই সন্তুষ্ট তারা! কিন্তু মুক্তির পর পাল্টে গেলো পুরো চিত্র। কারণ, মুক্তির মাত্র চার দিনেই ছবিটি আয় করেছে ৮৫ কোটি রূপি!

টাইগার শ্রফ ও দিশা পাটনি অভিনীত এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলোর একটি ছিলো ‘বাঘি ২’। ছবি মুক্তির প্রথম দিনেই সেই আগ্রহ আরো বাড়িয়ে দেয় দর্শকদের। আর তাইতো মুক্তির প্রথম দিনে ছবিটি ২৫ কোটি রূপি আয় করে।

আর দ্বিতীয় দিনে ছবিটি আয় করে ২০ কোটি রূপি। তৃতীয় দিনে ছবিটির আয় গিয়ে প্রায় ত্রিশ কোটি রূপিতে। চতুর্থ দিনে ছবিটির মোট আয় ৮৫ কোটি রূপি। যা চমকে দেয়ার মতো একটি ব্যাপার।

‘বাঘি ২’ ছবির মোট বাজেট ছিলো ৬০ কোটি রূপি। এরমধ্যে প্রোডাকশন খরচ ৪৫ কোটি রূপি, এবং প্রমোশনে ১৫ কোটি রূপি ব্যয় হয়। ছবিটি দেশের ৩৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে