সুধাময় সরকার : ‘এটা অনাকাঙ্ক্ষিত ভুল। ভুলটা আমাদেরই। অনুষ্ঠানটির প্রযোজক হিসেবে- এর দায় সরাসরি আমি নিচ্ছি। পূর্ণিমা আগেই দুঃখ প্রকাশ করেছেন। এবার আমি নিজেও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল থেকেই শিখতে চাই।’
গতকাল সন্ধ্যায় কথাগুলো বললেন আরটিভির আলোচিত-সমালোচিত সেলিব্রেটি শো ‘এবং পূর্ণিমা’র প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ। তার নির্মিত অনুষ্ঠানটিকে ঘিরে চলমান বিতর্ক প্রসঙ্গে জানতে চাইলে শুরুতেই দুঃখ প্রকাশ করে কথাগুলো বলেন।
পূর্ণিমার ভাষ্যমতে এই পর্বটি (পূর্ণিমা-মিশা সওদাগর) তিনি শুটিং করেছেন প্রচারের প্রায় দেড় মাস আগে। তারও আগে অনুষ্ঠানটির পাণ্ডুলিপি হয়েছে। এরপর যথাক্রমে শুটিং, সম্পাদনা, প্রিভিউ, প্রমোশন এবং সবশেষে গেল ১৭ মার্চ সম্প্রচার হলো। পুরো প্রক্রিয়ার মধ্যে অনেকগুলো মানুষ জড়িত। চলচ্চিত্রে সম্ভ্রম নষ্টের দৃশ্য নিয়ে কথোপকথন বিষয়টি কারও কানেই লাগলো না!
আরটিভি’র সিনিয়র প্রযোজক সোহেল রানা বিদ্যুৎ আবারও দুঃখ প্রকাশ করে বলেন, ‘এটা একেবারেই অনাকাঙ্ক্ষিত ভুল। কিভাবে হয়ে গেল- সেটা নিয়ে আর ভেবেও লাভ নেই। আমি ভুল করেছি এটাই এখন বড় সত্য। আবার এটাও নির্মমতা- একটা প্রতিষ্ঠানের এত এত অনুষ্ঠান, এতগুলো বছর ধরে দেশের জন্য মানুষের জন্য এতকিছু করে আসছে- সেই প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানের একটু ভুলের জন্য আজ চারদিকে যেভাবে যা চলছে, সেটাই আমাদের মর্মাহত করে।’
বিদ্যুৎ আরও বলেন, ‘এই বিষয়টি এভাবে ভাইরাল হবে কিংবা সমালোচিত হবে এটা আমাদের মাথাতেই আসেনি অন এয়ারের আগে। আমাদের ধারণা ছিল, এটা দুজন চলচ্চিত্রের মানুষের মধ্যে কথার প্রেক্ষিতে কথা চলে আসার মতো। চলচ্চিত্রে সম্ভ্রম নষ্টের দৃশ্য থাকতে পারলে সেটা নিয়ে তারকা টক-শোতে কথা বলতে ক্ষতি কী? আমার ধারণা তেমনটাই ছিল। তবে সেটি যে এভাবে আগুন ধরাবে- সত্যি আমি ভাবিনি। এরজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেশের ক্ষতি বা সস্তা জনপ্রিয়তার আশায় এটা আমি করিনি। আমার অতীত রেকর্ড তা বলে না।’
এমটিনিউজ/এসএস