মঙ্গলবার, ০৩ এপ্রিল, ২০১৮, ০৮:৫৭:৩৯

গর্ভকালীন মায়ের ৪টি প্রস্তুতি জানালেন আঁখি

গর্ভকালীন মায়ের ৪টি প্রস্তুতি জানালেন আঁখি

বিনোদন ডেস্ক: গ্রামের বাড়িতে মহিলা কলচেপে বালতিতে পানি ভরছে, স্বামী এসে তাকে সরিয়ে নিজে পানি ভরছে। এই দৃশ্য দেখে গান ধরলেন আঁখি আলমগীর। গান শুনে আশেপাশের লোকজন এসে জড়ো হচ্ছে।

আঁখির কন্ঠে গান ,‘গর্ভবতী হলে মাতা, সচেতন হোন সকল পিতা।’ গানের এই কথায় তিনি সচেতনেতা বাড়াচ্ছেন সাধারন মানুষের মধ্যে।

গানের কথায় কথায় তিনি বুঝিয়েছেন,‘ হাসপাতালের সন্ধান, অর্থকড়ি আগেই জমিয়ে রাখা, যাতায়াত কীভাবে করা যায়, রক্তের গ্রু কি তা আগেই জেনে রাখা, রক্তদাতা প্রস্তুত রাখা’

এই যে গর্ভকালীন মায়ের জন্য চার প্রস্তুতি। এর একটাই কারণ,‘ থাকলে চার প্রস্তুতি, হবে না মা ও শিশুর কোন ক্ষতি’। আঁখি গানের কথায় এই চার প্রস্তুতির কথাই জানিয়েছেন।

পরিবার পরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধির জন্য এমন প্রচারণার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের HPNSP আওতাধীন আইইএম ইউনিট। এটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি কার্যক্রম।

ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের ব্যনারে বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আব্দুল কুদ্দুস মাধবর। সচেতনেতামূলক এই বিজ্ঞাপনটি বিভিন্ন টেলিভিশনে প্রচার হচ্ছে।

এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে