বিনোদন ডেস্ক : ‘যব উই মেট’-এর পর পরই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বিচ্ছেদের পর সাইফ আলি খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কারিনা কাপুর খান এবং মীরা রাজপুতের সঙ্গে ঘর বেঁধেছেন শহিদ কাপুর। বিয়ের পর কারিনার জীবনে এসেছে ছোট্ট তৈমুর এবং শহিদের ঘর আলো করে হাজির হয়েছে মিশা।
সবকিছু মিলিয়ে, শাহিদ যেমন জমিয়ে সংসার করছেন, তেমনি ‘লা জবাব’ বেবো বেগম। কিন্তু জানান কি, বিচ্ছেদ হয়ে গেলেও, বিয়ের খবর প্রথম এক্স গার্লফ্রেন্ড কারিনাকেই দিয়েছিলেন শহিদ কাপুর। কারিনাকেই প্রথম বিয়ের খবর জানিয়েছিলেন শহিদ।
একটি অনুষ্ঠানে হাজির হয়ে কারিনা এক সময় জানান, শহিদের বিয়ের খবর তিনি অনেক আগেই পেয়েছিলেন। সংবাদমাধ্যমের সামনে সেই খবর প্রকাশের আগে, শহিদ নাকি নিজে তাঁকে ওই খবর জানিয়েছিলেন। শুধু তাই নয়, শাহিদ-মীরার জীবনে মিশার আগমণের খবরও নাকি সাইফকে প্রথম জানিয়েছিলেন শাহিদ।
‘রাঙ্গুন’-এর শুটিংয়ের সময় সাইফ আলি খানকে খুশির খবর দিয়েছিলেন শহিদ কাপুর। সবকিছু মিলিয়ে ব্রেক হয়ে গেলেও, কোথাও না কোথাও এখনও শহিদ-করিনার প্রাক্তন সম্পর্ক নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড।
শুধু তাই নয়, শহিদ কাপুরের 'হায়দার' দেখেননি কারিনা, কিন্তু তাঁর বোন কারিশমা দেখেছেন। 'হায়দার' যে অভিনয় শহিদ করেছেন, কারিশমা তার প্রশংসাও করেছেন বলে মন্তব্য করেন কারিনা।
এমটিনিউজ২৪/এম.জে/ এস