বুধবার, ০৪ এপ্রিল, ২০১৮, ০৪:৩২:৪৮

'চেহারা সুন্দর হলে কেউ খোলামেলা পোশাক পরতেই পারেন'

'চেহারা সুন্দর হলে কেউ খোলামেলা পোশাক পরতেই পারেন'

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী দিব্যা দত্ত বলেছেন, অভিনেত্রীদের শরীর প্রদর্শন বিষয়টা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি মনে করেন তার আকর্ষণীয় শরীর আছে আর সেটা তিনি প্রদর্শন করতে চান, তো অবশ্যই করতে পারেন। খোলামেলা পোশাক যদি তাকে মানায়, তো তিনি পরবেন। এ নিয়ে এত আলাদা করে ভাবনা চিন্তার সময় কারো নেই।

'ব্ল্যাকমেইল' ছবির মাধ্যমে ৬ এপ্রিল বড় পর্দায় ফিরছেন দিব্যা দত্ত। ছবির প্রচারণার জন্য সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ইরফান খান-কীর্তি কুলহারিকেও দেখা যাবে 'ব্ল্যাকমেইল' ছবিতে। এতে নিজের চরিত্র নিয়ে দিব্যা আরও বলেন, ছবিতে আমার অন্ধকারের মনখারাপের চরিত্র। আগে যা করিনি। বাকিটা হলে দেখবেন।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে