বিনোদন ডেস্ক: সম্প্রতি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে ‘জাগো বাংলাদেশ’ অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করার আহ্বান জানাতে গিয়ে উল্টো নিজেই সমালোচিত হলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তোপের মুখে পড়ে তিনি দুঃখ প্রকাশও করেছিলেন। নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে মোশাররফ করিম দুঃখ প্রকাশ করার বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার করেন।
মোশাররফঙঙসেখানে তিনি লিখেছিলেন, ‘চ্যানেল টুয়েন্টি ফোরে আমার উপস্থাপনায় অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি, তা হয়তো পরিষ্কার হয়নি। আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী এবং তার প্রয়োজন আছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’
মোশাররফ করিমকিন্তু তারপরেও বেশকিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তার সমালোচনা করতে দেখা গেছে অনেককে। কিন্তু এবার সব বিতর্ক ছাড়িয়ে মোশাররফ করিমকে একটি স্কেচ উপহার দিলেন গোপাল কৃষ্ণ পাল নামে একভক্ত।
মোশাররফ করিম নিজেই সেটি নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘Thank you Gopal Krishna Paul for this amazing sketch.’ এদিকে মোশাররফ করিমের কৃতজ্ঞতা দেখে এই ভক্ত আবেগাপ্লুত হয়ে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমি ভাবতেও পারিনি, আপনি আমার আঁকা শেয়ার করবেন। অনেক অনেক ধন্যবাদ।’
এমটি নিউজ/এপি/ডিসি