বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ১০:০১:৫২

৬ বছরের জেল হতে পারে সালমানের!

৬ বছরের জেল হতে পারে সালমানের!

বিনোদন ডেস্ক :   সালমান খানের বিরুদ্ধে ১৯৯৮ সালে যোধপুরে বিরল প্রজাতির দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগের আপিলের চূড়ান্ত রায় দেওয়া হবে আজ বৃহস্পতিবার। যদি দোষী প্রমাণিত হন তাহলে ছয় বছর জেল খাটতে হতে পারে বলিউড সুপারস্টারকে।

সালমান ছাড়াও সাইফ আলি খান, নীলম, টাবু, সোনালি বেন্দ্রের বিরুদ্ধেও ওই একই মামলায় অভিযোগ দায়ের হয়েছিল ১৯৯৯ সালে।

২০০৭ সালে এই মামলায় কয়েকদিন যোধপুর কারাগারে ছিলেন সালমান। পরে জামিনে মুক্ত হন তিনি। এরপর ২০১৭ সালে যখন এই মামলার রায় দেওয়া হয় তখন নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সালমান। কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়। যার চূড়ান্ত রায় জানা যাবে আজ বৃহস্পতিবার।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে