বিনোদন ডেস্ক : কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করবে যোধপুর আদালত। বৃহস্পতিবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ ওই রায় ঘোষণা হওয়ার কথা।
এদিকে কৃষ্ণসার হত্যা মামলায় বুধবার যোধপুরে পৌঁছন সালমান খান, সইফ আলি খান, তব্বু এবং সোনালী বেন্দ্রে। কিন্তু, ক্যামেরার সামনে এ বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। এমনকী, যোধপুরে পৌঁছনোর পর সাংবাদিকরা সইফ আলি খানকে ঘিরে ধরলে, গাড়ির কাঁচ তুলে সেখান থেকে সরে যান পতৌদির নবাব। এমনকী, গাড়ি চালকের সঙ্গে সইফ যে ব্যবহার করেন, তাও ভাইরাল হয়ে যায়।
সালটা ১৯৯৮ সালের ২ অক্টোবর। ওই সালেই ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে ঝামেলায় জড়ান সলমন খান। রাজস্থানের যোধপুরের কঙ্কনিতে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন খান, সইফ আলি খান, সোনালি বেন্দ্রে এবং তব্বু।
ওই ঘটনার পরই মামলা দায়ের করা হয় সলমন, সইফদের বিরুদ্ধে। দীর্ঘ ১৯ বছর ধরে মামলা চলার পর ৫ এপ্রিল রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়। -জিনিউজ
এমটিনিউজ১২৪/এম.জে/ এস