বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ১২:৫১:০৪

বিপদের দিনে সালমানের পাশে দাঁড়ালেন ক্যাটরিনা

বিপদের দিনে সালমানের পাশে দাঁড়ালেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : কৃষ্ণসার হরিণ শিকার মামলার রায় । এ কারণে বুধবার (০৪ এপ্রিল) যোধপুরের উদ্দেশ্যে রওনা দেন সালমান খান।

বিপদের দিনে সালমানের পাশে দাঁড়ালেন ক্যাটরিনা। সালমান খান যাতে মামলা থেকে খালাস পান সে কারণে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

মঙ্গলবার (০৩ এপ্রিল) রাতে সালমানের বোন অর্পিতা খান শর্মাকে নিয়ে মন্দিরে যান ক্যাটরিনা। এসময় তাদের সঙ্গে ছিলো সালমানের ভাগিনা আহিল শর্মা।

অন্যদিকে, সালমানের রায় প্রসঙ্গে বলিউড অভিনেত্রী রানী মুখার্জিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আমি সবসময় তার সঙ্গে রয়েছি এবং আমার ভালোবাসা সবসময় তার সঙ্গে থাকবে।’

এমটিনিউজ১২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে