বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০২:৫২:৪৪

হরিণ হত্যা মামলায় বাকীরা খালাস পেলেও যে কারণে সাজা পেলেন সালমান খান

হরিণ হত্যা মামলায় বাকীরা খালাস পেলেও যে কারণে সাজা পেলেন সালমান খান

বিনোদন ডেস্ক : কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৯৮ সালে রাজস্থানে সিনেমার শ্যুটিংয়ে গিয়ে সালমান সহ বলিউডের কয়েকজন তারকা কৃষ্ণসার হরিণ শিকার করেন বলে অভিযোগ ওঠে। সেই মামলা দীর্ঘ প্রায় ২০ বছর চলার পরে এদিন আদালত রায় ঘোষণা করেছে।

সালমান খান ছাড়াও এই ঘটনায় অভিযুক্তের তালিকায় ছিলেন অভিনেত্রী নীলম, সোনালি বেন্দ্রে, তাব্বু ও সাঈফ আলি খান। তবে এঁদের সকলকেই প্রমাণের অভাবে আদালত বেকসুর খালাস করেছে। তবে সলমন ৯/৫১ বন্যপ্রাণ সংরক্ষণ আইন মোতাবেক সাজা পেয়েছেন।

হরিণ হত্যা মামলায় বাকীরা খালাস পেলেও যে কারণে সাজা পেলেন সালমান খান:- আসল ঘটনা হল, সালমান সহ সকলেই একই অভিযোগে অভিযুক্ত ছিলেন। তাহলে বাকীরা ছাড়া পেলেও সালমান কেন দোষী সাব্যস্ত হলেন।

আদালত সালমানকে 'হ্যাবিচুয়াল অফেন্ডার' বা নানা অপরাধে দুষ্ট বলে জানিয়েছে। যার ফলে বাকীরা সন্দেহের বশে পোক্ত প্রমাণ না থাকায় বেরিয়ে গেলেও সালমান ছাড়া পাননি।

এছাড়া আদালতে বিরোধী আইনজীবী সালমানকে নিয়ে সওয়াল করে বলেন, ১৯৯৮ সালে ঘটনার দিন বাকী অভিনেতা-অভিনেত্রীরা সালমানের সঙ্গী থাকলেও তাঁরা কৃষ্ণসার হরিণ হত্যা করেননি। করেছেন সালমান। তার স্বপক্ষে নানা প্রমাণও পেশ করা হয়। তারপরই আদালত সালমানকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছে।  -ওয়ান ইন্ডিয়া

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে