বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০২:৫৪:০৬

৫ বছরের জেল হওয়ার পরও এই একটি কারণে এখনই জেলে যেতে হচ্ছে না সালমানকে

৫ বছরের জেল হওয়ার পরও এই একটি কারণে এখনই জেলে যেতে হচ্ছে না সালমানকে

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ (৫ এপ্রিল) যোদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব কুমার খাতরি এ রায় দেন। ১৯৯৮ সালে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে এই কারাদণ্ড হয়েছে তার। তিন বছরের কম কারাদণ্ড হওয়ায় জামিনের জন্য একই আদালতে আপিল করতে পারবেন সালমান। আর তাই ৫ বছরের জেল হওয়ার পরও এই একটি কারণে এখনই জেলে যেতে হচ্ছে না সালমানকে। এছাড়া এ মামলায় বলিউড অভিনেতা সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমকে খালাস দিয়েছেন আদালত।

মামলার রায় ঘোষণার সময় সালমান খান, সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমও উপস্থিত ছিলেন। এ সময় সালমানের দুই বোন আলভিরা ও অর্পিতাও ছিলেন। ১৯৯৮ সালে ‘হম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে গিয়ে যোদপুরের কঙ্কানি গ্রামের কাছে দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। সালমান যখন জিপসি গাড়ি চালিয়ে শিকারে যান, তখন সাইফ আলী খান, টাবু, সোনালি বেন্দ্রে ও নীলমও সেখানে উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর সালমানসহ অন্য অভিনেতাদের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ) আইনের ৫১ নম্বর ধারায় মামলা করা হয়। এ ছাড়া বেআইনিভাবে জঙ্গলে ঢোকার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৪৯ নম্বর ধারাতেও মামলা করা হয়। গত ২৮ মার্চ চূড়ান্ত শুনানি শেষে ২০ বছর আগের আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলার আজ ৫ এপ্রিল রায় ঘোষণা করা হল।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে