বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯/৫১ ধারায় সালমান খানকে দোষী সাব্যস্ত করেছে যোধপুর আদালত। বাকি অভিযুক্ত সইফ আলি খান, তব্বু, নীলম ও সোনালি বেন্দ্রেকে মুক্তি দেওয়া হয়েছে।
রায়ের পর আদালতের ভেঙে পড়েন সালমান খান। মাথা নিচু করে সামনের দিকে দুই হাত জড়ো করে দাঁড়িয়ে থাকেন দীর্ঘক্ষণ। দুই বোন অলভিরা ও অর্পিতাকে জড়িয়ে ধরেন তিনি।
১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের ফাঁকে হরিণ শিকারে বেরিয়েছিলেন সালমান খান ও বাকিরা। যখন হরিণ শিকার করছেন সালমান, তখন বাকি অভিযুক্তরা জিপসিতে ছিলেন।
সালমানকে তাঁরা উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ। গুলির আওয়াজ শুনে চলে আসেন গ্রামবাসীরা। সেখান থেকে পালিয়ে যান সালমান ও তাঁর সঙ্গীরা।
সালমান খানের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছিল। তিনটি মামলায় হরিণ শিকার ও একটি বেআইনি হাতিয়ার রাখার মামলা করা হয়েছিল ভাইজানের বিরুদ্ধে।
এমটি নিউজ/এপি/ডিসি