বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৫:২৯:১৯

রায় ঘোষণার আগেই মেজাজ হারালেন সাইফ, ধমক দিলেন চালককে!

রায় ঘোষণার আগেই মেজাজ হারালেন সাইফ, ধমক দিলেন চালককে!

বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে ৫ এপ্রিল। সেই থেকেই শুরু হয় জল্পনা। ৫ এপ্রিল রায় রায় ঘোষণার আগে মুম্বাই ছেড়ে যোধপুরে হাজির হন সালমান খান, সাইফ আলি খান, নীলম, তব্বু এবং সোনালী বেন্দ্রে। সেলিব্রিটিদের দেখার সঙ্গে সঙ্গেই ভিড় জমাতে শুরু করেন পাপারাত্জি। সলমন, তব্বু, কিংবা সোনালী বেন্দ্রে সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি। কিন্তু, মেজাজ হারিয়ে ফেলেন সইফ আলি খান।

বুধবার সাইফ আলি খানের গাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। এরপরই চালককে গাড়ির কাছ উঠিয়ে দেওয়ার কথা বলেন সইফ। শুধু তাই নয়, চালককে ধমকে গাড়ির কাচ উঠিয়ে সেখান থেকে সরে যান সইফ আলি খান। সাইফ বলেন, ‘কাচ উপরে তুলুন এবং এখান থেকে চলুন। না হলে পিঠে পড়বে।’ আর ওই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে