বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে বসবাস করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু এখন আর সেখানে ভালো লাগছে না তার। এমনটা জানিয়েছেন তিনি। অস্থির সময় পার করছেন বলে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, হায় রে শখের আমেরিকা! শুধু বাচ্চাদের জন্য এখানে, কিন্তু মনটা বাংলাদেশে। বাচ্চাদের এখানে সুন্দর ভবিষ্যৎ, তবু নিজের দেশের শান্তি আলাদা। ওরা যেতে চায় না। বুঝিয়ে বললাম, তা-ও কাজে দিল বলে মনে হলো না।
শ্রাবন্তী লিখেছেন, ওদের কারণে এখনো এখানে আছি। তবে মনকে বোঝাতে না পারলে আমি পালাব। কথাগুলো শেয়ার করলাম, কারণ আমি শান্তি পাচ্ছি না। বাচ্চারা চায় ইউএসএ আর ওদের মা-বাবা চায় বাংলাদেশ। বড়ই কঠিন সিদ্ধান্ত।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস