বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হত্যা মামলায় সাজা ঘোষণার পরই জামিনের আবেদন করেন সালমানের আইনজীবী। শুক্রবার জামিনের আবেদন মামলার শুনানি হবে বলে খবর। কিন্তু, বৃহস্পতিবার রাত জেলেই কাটাতে হবে সালমানকে।
শুধু তাই নয়, সালমানকে ইতিমধ্যেই যোধপুর সেন্ট্রাল জেলে যেতে হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, যোধপুর জেলে অসারাম বাপুর সঙ্গে একই ব্যারাকে থাকবেন সালমান খান।
১৯৯৮ সালে 'হাম সাথ সাথ হ্যায়' সিনেমার শুটিংয়ের সময় যোধপুরের কঙ্কনি গ্রামে ২টি বিরল প্রজাতির হরিণ শিকার করেন সালমান খান। ওই সময় তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান, তব্বু, সোনালী বেন্দ্রে এবং নীলম। কিন্তু, ২০ বছর পর কৃষ্ণসার মামলায় সালমান খান ছাড়া প্রত্যেকেই বেকসুর মুক্তি পেয়েছেন।
এ দিকে রিপোর্টে প্রকাশ, ১৯৯৮ সালে ২টি বিরল প্রজাতির হরিণ-এর উপর গুলি চালাতে সালমানকে উত্সাহ দিয়েছিলেন তব্বু। কিন্তু, রায় ঘোষণার সময় তিনিও বেকসুর মুক্তি পেয়ে যান।
এমটি নিউজ/এপি/ডিসি