বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৭:৩৩:১৪

'রেস ৩'-এ সালমানের লেখা গান গাইবেন আতিফ আসলাম

'রেস ৩'-এ সালমানের লেখা গান গাইবেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক: গত বছর দিয়েছিলেন সুপারহিট 'টাইগার জিন্দা হ্যায়'। আর এ ঈদে বলিউড ভাইজান ফিরছেন তাঁর নতুন ছবি 'রেস ৩' নিয়ে। যে ছবিতে তাঁর সাথে আরো আছেন জ্যাকলিন ফার্নান্দেজ, ববি দেওল, ডেউজি শাহ, সাকিব সেলিম, অনিল কাপুর প্রমুখ।

সালমানের এই নতুন স্টাইলিস থ্রিলারটি নিয়ে সর্বসাম্প্রতিক গুজব হলো, এই ছবিতেই প্রথম একটি রোমান্টিক গান লিখেছেন সালমান খান নিজে। গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন বিশাল মিশ্র আর গানটি গাইবেন আতিফ আসলাম।

এ বিষয়টিকে অনেকটাই সত্য জানিয়ে গণমাধ্যম মুম্বাই মিরর লেখে, গানটিতে আতিফ আসলামের সাথে হামিং বা ক্রুনিং করবেন সালমানের কথিত বান্ধবী লুলিয়া ভান্তুর।

বিষয়টির সাথে সম্পৃক্ত একটি সূত্র গণমাধ্যমটিকে জানায়, লুলিয়াকে সামনে আনার অভিপ্রায় থেকেই সালমানের এই নির্দেশনা। গানটিতে একটি মেয়ে কণ্ঠের প্রয়োজন ছিল আর তাই লুলিয়ার নাম প্রস্তাব করেন সালমান খান।

যাই হোক, আমরা অপেক্ষায় রয়েছি। রেমো ডি'সুজা পরিচালিত 'রেস ৩' ছবিটি মুক্তির তারিখ ১৫ জুন, ২০১৮।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে