বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৮:৩৭:৫৪

সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি

সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি

বিনোদন ডেস্ক: সুরজ বরজাতিয়ার হাই ভোল্টেজ ফ্যামিলি ড্রামা হাম সাথ সাথ হ্যায়। ছবির শুটিংয়ে গিয়েই ঘটে বিপত্তি। ১৯৯৮ সালের ২রা অক্টোবর যোধপুরের মাথানিয়া গ্রামে দুটি কৃষ্ণসার হরিণকে গুলি করে মারেন সালমান খান। তাঁর সঙ্গে ছিলেন সইফ আলি খান, তবু, নীলম, সোনালি বেন্দ্রে সহ ওই ছবিরই অন্যান্য অভিনেতা।

ঘটনার কুড়ি বছর পর দোষী সাব্যস্ত সালমান। আজই উচ্চ আদালতে অন্তর্বর্তী জামিনের আর্জি করেছেন সালমান। তবে তার শুনানি আগামিকাল সকালে। ফলে, আজ যোধপুর সেন্ট্রাল জেলেই কাটাতে হবে ভাইজানকে।

সূত্রের খবর, কয়েকদিন আগে সালমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷এর জেরে যোধপুর জেলে নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাটো করা হয়েছে ৷ কারণ যোধপুরে জেলে যেখানে আজ রাতে থাকতে হবে সালমানকে সেই জেলেই ছিলেন গ্যাংস্টার লরেন্স ৷লরেন্সের বেশ কয়েকজন শাগরেদ এখনও ওই জেলে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ আশঙ্কা করা হচ্ছে যে জেলের ভিতরেই সলমনের উপরে হামলা চালাতে পারে লরেন্সের শাগরেদরা ৷তাই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে ৷ তবে জেলের ডিআই এই সমস্ত আশঙ্কা খারিজ করে জানিয়েছেন জেলের ভিতরে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ তাই এরকম কোনও কিছুর ঘটার সম্ভাবনা নেই ৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে