বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৮:৫৪:২২

সালমানের কারাদন্ডে হতাশ হয়ে যা বলছে বলিউড তারকারা

সালমানের কারাদন্ডে হতাশ হয়ে যা বলছে বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : বিরল কৃষ্ণসার হরিণকে হত্যা করেছেন। দুই দশকের মামলার পর শোনানো হল সাজা। বেকসুর খালাস হলেন সাইফ আলি খান, নীলম, সোনালি বেন্দ্রে, তাব্বু। কিন্তু ‘বিইং হিউম্যান’ সালমান খানের হল পাঁচ বছরের জেল।

জামিনের আবেদন হয়তো তিনি করবেন। যাবেন উচ্চ আদালতেও। কিন্তু তার আগে আসারাম বাপুর মতো নাবালিকা সম্ভ্রম নষ্টের অভিযুক্তদের সঙ্গে একই জেলে রাত কাটাতে হবে তাকে।

প্রিয় বজরঙ্গীর এমন সাজা মেনে নিতে পারছেন না বলিউড তারকারা। ব্যক্তিগতভাবে যারা নায়ককে চেনেন, প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে আফসোস। কেউ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেউ বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

মানবিক অনেক কাজ করেছেন তারকা। তাই তাকে ছাড় দেওয়া উচিত ছিল বলেই মনে করেন অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। বিচার ব্যবস্থার উপর প্রশ্ন করার অধিকার নেই। তাই অসহায় বোধ করছেন অর্জুন রামপাল।

ক্ষুব্ধ পরিচালক সুভাষ ঘাই, সোনা মহাপাত্র, সাবেক বিগ বস প্রতিযোগী মনবীর গুজ্জরও। এদিকে কামিয়া পাঞ্জাবি এ ঘটনার সঙ্গে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তুলনা করেছেন। একটি পশুর হত্যায় ২০ বছর ধরে মামলা চলতে পারে, অথচ দুই বছরেও কেন একটি মেয়ে বিচার পেল না। এই প্রশ্নই তুলেছেন টেলিভিশন অভিনেত্রী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে