বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ০৯:২৫:১৯

জেলখানায় এই দাগি অপরাধীদের সঙ্গে রাত কাটাবেন সালমান খান

জেলখানায় এই দাগি অপরাধীদের সঙ্গে রাত কাটাবেন সালমান খান

বিনোদন ডেস্ক: বিশ বছর পর অবশেষে সাজা ঘোষণা শোনালো যোধপুর আদালত। কৃষ্ণসার হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড হল অভিনেতা সলমন খানের। এর সঙ্গে ১০ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। জানা যাচ্ছে, আদলত থেকে সোজা ঘোষণার পর যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সালমানকে। কিন্তু জানেন কি এই জেলে দিন কাটাচ্ছেন একাধিক 'স্বনামধন্য' আসামী। যাদের সঙ্গে থাকতে হবে সলমন খানকেও।

যোধপুর সেন্ট্রাল জেলে রয়েছেন মামলায় সাজাপ্রাপ্ত আসারাম। ১৬ বছরের ছাত্রীকে নির্যাতর্ন করার অভিযোগ ওঠে আসারামের বিরুদ্ধে। ২০১৩ সালে দোষী সাব্যস্ত হয়ে এখানেই কারাবাস করছে স্বঘোষিত 'গুরু' আসারাম। সম্প্রতি আফরাজুল হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত শম্ভু লাল রেগারও রয়েছে এই জেলে। রাজস্থানে 'লাভ জেহাদে'র নামে আফরাজুলকে পিটিয়ে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বনওয়ারি দেবী হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে প্রাক্তন কংগ্রেস বিধায়ক মলখান সিং বিষ্ণোই ২০১১ সালে বন্দি রয়েছেন এই জেলেই। এমনকী কৃষ্ণসার হত্যাকাণ্ডের জন্য সালমানকে খুন করার হুমকি দিয়েছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, সেও রয়েছে এই জেলে।

পুলিশ সূত্রে খবর, যোধপুর সেন্ট্রাল জেলের ২ নম্বর বারাকে রাখা হবে সালমান খানকে। এখানেই প্রাথমিকভাবে রাখা হয়েছিল আসারামকে। প্রসঙ্গত, ১৯৯৮ সালে "হম সাথ সাথ হ্যায়' সিনেমার শ্যুটিং-র সময় দুটি কৃষ্ণসার হত্যা করেন সলমন খান। ওই ঘটনায় জড়িত ছিলেন সইফ আলি খান, তব্বু, নীলম, সোনালি বেন্দ্রে এবং দুষ্মন্ত সিং নামে এক স্থানীয় বাসিন্দা। সালমান বাদে বাকিদের এদিন বেকসুর খালাস করে আদালত।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে