বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ১০:৩৩:২৩

ট্রাকের ধাক্কায় কিংবদন্তি রেসলার নিহত

ট্রাকের ধাক্কায় কিংবদন্তি রেসলার নিহত

বিনোদন ডেস্ক: ট্রাক দুর্ঘটনায় মারা গেছেন ডব্লিউডব্লিউ’ই রেসলিং কিংবদন্তি তারকা লুসিয়াস জনি ভ্যালিয়েন্ট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পিটবার্গে ট্রাকের ধাক্কায় আহত হলে হাসপাতালে নেয়ার পথে মারা যান ৭১ বছর বয়সী এ মার্কিন সাবেক রেসলার।

সত্তরের দশকে ভাই জিমি ভিলিয়ান্টকে নিয়ে রেসলিং রিংয়ে দর্শকদের মাতিয়েছেন জনি ভ্যালিয়েন্ট। তার আসল নাম থমাস সুলিভান। পরে কুস্তি ছেড়ে যোগ দেন ম্যানেজারিতে। তার হাত ধরেই রেসলিংয়ে এসেছেন হাল্ক হোগানের মত কিংবদন্তি তারকা।

হলিউড সিনেমাতেও কাজ করেছেন ভ্যালিয়েন্ট। ২০০৮ সালে রেসলার সিনেমায় অস্কার জয়ী অভিনেতা মিকি রর্কির সঙ্গে কাজ করেছেন। ভ্যালিয়েন্টের এমন মৃত্যুতে শোক নেমে এসেছে ডব্লিউডব্লিউ’ই অঙ্গনে। নিজেদের টুইটার পেজে ভ্যালিয়েন্টকে হারানো বড় ক্ষতি বল লিখছেন সংশ্লিষ্ট সকলে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে