বৃহস্পতিবার, ০৫ এপ্রিল, ২০১৮, ১১:৫৫:০৪

পরিচালকের সঙ্গে কোথায় যাচ্ছেন করণের নিউ স্টুডেন্টস!

পরিচালকের সঙ্গে কোথায় যাচ্ছেন করণের নিউ স্টুডেন্টস!

বিনোদন ডেস্ক: করণ জোহারের নিউ স্টুডেন্টরা দেরাদুন যাচ্ছেন দু মাসের জন্য। নিশ্চয় মনে ভাবছেন, করণ জোহার তো পরিচালক তাঁর আবার স্টুডেন্ট কোথা থেকে এল? আরে করণ আর স্টুডেন্ট এই দুটি শব্দ কানে এলে তো বিষয়টা বুঝে যাওয়ার কথা৷

দু-এ দু-এ চার করতে পেরেছেন নিশ্চয়৷ তৈরি হচ্ছে ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’-এর সিক্যুয়াল। তারই শ্যুটিংয়ের জন্য দেরাদুনে যাচ্ছেন ছবির পরিচালক ও নায়িকা৷ সেখানেই যাওয়ার পথে এয়ারপোর্টে পাপারাৎজীর ক্যামেরায় ধরা পড়ল পুনিত মালহোত্রা ও অনন্যা পান্ডে৷

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ নিয়ে প্রত্যাশা এবং কৌতুহল দুটোই সমানভাবে বেড়ে চলেছে৷ প্রথমত এক্কেবারে নতুন কাস্টিং-পেয়ারিং। দ্বিতীয়ত দুই ডেবিউটান্ট নায়িকা। একজন নায়িকা অনন্যা পান্ডে৷ আরেকজন টেলিভিশন অভিনেত্রী তারা সুতারিয়া৷ তৃতীয়ত নতুন পরিচালক৷ ছবির হিরো টাইগার শ্রফ৷ বলি-অন্দরের খবর, আগামী দু’মাসের জন্য ছবির শ্যুটিং চলবে দেরাদুন, মুসৌরি ও ঋষিকেশ জুড়ে৷ তারপর ফিল্মের বাকি অংশের শ্যুট হবে দিল্লি এবং পুনেতে৷
সিক্যুয়ালে সাধারণত ফ্রেশ লুক থাকলে ইন্টারেস্টটা স্বাভাবিকভাবেই বেশ খানিকটা উপরে উঠে যায়৷ ঠিক যেমন ছিল এই ছবির প্রিক্যুয়ালে৷ তবে পার্ট টুয়ের গল্প পুরোপুরি আলাদা বলেই জানিয়েছেন সিমেনার নির্মাতারা৷ কিন্তু চিত্রনাট্য যতই নতুন হোক আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ানের ব্লকবাস্টার পারফর্মেন্সের পর সিক্যুয়ালে এই ফ্রেশ কাস্টিং দর্শকদের কতটা মন কাড়বে সেটাই এখন দেখার অপেক্ষা৷-সূত্র: কলকাতা ২৪x৭
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে