শুক্রবার, ০৬ এপ্রিল, ২০১৮, ১০:৩৩:১৯

পরীর ‘স্বপ্নজাল’, মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’ মুক্তি

পরীর ‘স্বপ্নজাল’, মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’ মুক্তি

বিনোদন ডেস্ক: এবার মুখোমুখি লড়াইয়ে ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়িকা মাহিয়া মাহি ও পরীমনি। কয়েক বছর ধরে সমান তালেই মুক্তি পেয়েছে এই দুই নায়িকার ছবি। তবে কেউ কারো মুখোমুখি হননি। কিন্তু এবার মুখোমুখি লড়াইয়ের সামনে এই দুই তারকা। শুক্রবার সারাদেশে মুক্তি পেয়েছে পরীমনির ‘স্বপ্নজাল’ ও মাহিয়া মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবি।

এই বছর এখন পর্যন্ত মুক্তি পাওয়া ছবিগুলো তেমন দর্শক টানতে পারেনি হলে। এই ছবি দুটির দিকেই তাকিয়ে আছে ইন্ডাস্ট্রি। দেখার অপেক্ষা কোন ছবিটি দেখতে মানুষ বেশি হলে যাবে। বাপ্পী চৌধুরী ও মাহিয়া মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি প্রায় ৭০ এর অধিক হলে মুক্তি পাবে। অন্যদিকে ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পরীমনির স্বপ্নজাল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে