শুক্রবার, ০৬ এপ্রিল, ২০১৮, ১২:৫৮:৫১

অবশেষে জানা গেল, আশারাম ও সালমান দুইজনই একই জেলে আছেন!

অবশেষে জানা গেল, আশারাম ও সালমান দুইজনই একই জেলে আছেন!

বিনোদন ডেস্ক: কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছর জেল হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের৷ বৃহস্পতিবার রাতটা তাঁর জেলেই কাটবে৷ আর এর পরই তুঙ্গে উঠেছে জল্পনা৷ কারণ সালমানকে যে জেলে নিয়ে যাওয়া হবে, সেখানে আগে থাকতেই রয়েছেন আসারাম বাপু৷ দুই সেলেব্রিটি কয়েদিকে একই জেলে রাখা হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে৷

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যা করার জন্য অভিযুক্ত হয়েছিলেন ৫ জন৷ তাঁদের মধ্যে সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নীলম ও টাবুকে বেকসুর খালাস করেছে যোধপুর আদালত৷ দোষী সাব্যস্ত হয়েছেন শুধু সালমান খান৷ তাঁকে আদালত ৫ বছরের জেলের সাজা ও ১০ হাজার টাকা জরিমানা করেছে৷ আজই সালমানকে আদালত চত্বর থেকে যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হবে৷ সেই জেলেই বর্তমানে রয়েছেন মামলায় অভিযুক্ত আসারাম বাপু৷

২০১৩ সালের ৩ অগাস্ট থেকে যোধপুর সেন্ট্রাল জেলে বন্দি তিনি৷ ১৬ বছরের এক নাবালিকাকে নির্যাতনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে৷ সেই বছরের গোড়ার দিকে ঘটনাটি ঘটে৷ ঘটনার ২ মাস পরে আশারাম বাপু ও তাঁর ছেলে নারায়ণ সাঁইকে নিযাৃতনের অভিযোগে গ্রেফতার করা হয়৷ অভিযোগ ওঠে, গুজরাতের সুরাতে নিজের আশ্রমে ওই ১৬ বছরের নাবালিকা ও তার বোনকে নির্যাতন করেন তিনি৷ গান্ধীনগর আদালতে এখনও সেই মামলা চলছে৷

এই জেলে আর এক খ্যাতনামা কয়েদি হল শম্ভূলাল রেজার৷এক মুসলিম ব্যক্তিকে আগুনে ফেলে দেওয়ার জন্য তাকে জেলের সাজা শোনানো হয়৷সম্প্রতি সে জেল থেকে একটি ভিডিও শেয়ার করেছে৷ সেখানে সে জানিয়েছে, জেলের মধ্যেই তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে৷এই ঘটনার পর জেলের নিরাপত্তা ও তার ফাঁক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে৷

এই জেলে ইতি মধ্যেই রয়েছেন আসারাম বাপু৷তার শিষ্যরা নিয়মিত গুরু দর্শনে আসছে৷এ ছাড়া আরও বিভিন্ন ধরনের লোকের আনাগোনা রয়েছে জেলে৷ ফলে আসারামের প্রাণ সংশয়ও থেকে যাচ্ছে৷আর এমন পরিস্থিতিতেই এই জেলে আনা হচ্ছে সুপারস্টার সালমান খানকে৷ এখন প্রশ্ন উঠছে, সালমান আর আসারামকে একই জেলে রাখা হবে কিনা৷ তবে জেল কর্তৃপক্ষ এখনও এনিয়ে মুখ খোলেনি৷
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে